Elo melo...abokash... du:kho bilas....

#1

আর একদিন তুই আয় আমার কাছে।
ঝড়ের মতো -
উড়িয়ে নিয়ে যা আমার গুছিয়ে রাখা সংযম।

সেদিন তোর প্রিয় নীল শাড়িটা পরবো,
আলুথালু হাওয়ায় এলোমেলো আঁচল
তোকেও দিশাহারা করবে কি?
এক কুঁচি মুক্তো নিজের হাতে
আমার কানে পরিয়ে দিস সেদিন।
তোর শার্ট এর খোলা দুটো বোতামের
দমকা বিহ্বলতা -
আর একবার আচ্ছন্ন করুক আমায়।
বাঁধভাঙা বন্যা সবই তো ভাসিয়ে নিয়ে যাবে !
কাজল সেদিন পরবো না তাই  আর

শুধু একবার তোর হাতটা
সেদিন ছুঁয়ে দিস আমার হাতে ।
যে হাতের রেখা থেকে 
অনেক আগেই মুছে গেছে
তোর নাম !

(23.9.16)


#2

মেঘদূত কি আছে আজও ?
ওই যে দুরে, আকাশের কোণে
এক টুকরো কালো মেঘ,
সে তো আমারই বুকে জমে থাকা অভিমান।
আকাশের বুক চিরে ঝরে পড়া বর্ষণ -
সে তো বৃষ্টি নয়,
সে যে আমার হঠাৎ উথলে ওঠা দু:খ।
আমার মন খারাপের খবর কি
তোর কাছে পৌছে দেবে কেউ?

তুই হয়ত এখন নরম বিছানায়
সুখস্বপ্নে মগ্ন, প্রিয়জনের পাশে।
হাজার মাইল দুরে তখন,
পোষা বালিশে মুখ লোকানো কান্নায়,
আমার গুমরে ওঠা নিদ্রাবিহীন রাত্রি -
কেটে যায় আজন্ম দু:খ বিলাসিতায়।

(25.6.15)

#3

রাত্রি সেদিন বাঁধছিল যখন 
মালশ্রীর মীড়,
আমার মনেও নাম না জানা
কোটি স্বপ্নের ভিড়। 
একটা দুটো উঠছিল তারা
কন্যা লগ্ন জাত,
হৃদয় তখন মুষলধারা
আমি বৃষ্টি -স্নাত।
বৃষ্টি নামে, বৃষ্টি থামে।
স্বপ্ন ভাঙ্গার শেষে,
বৃষ্টি জলে নোনতা স্বাদ
তোমার-ও কি মেশে?


(14.6.16)

#4

আজ কত বছর হয়ে গেল
আমাদের দেখা হয়নি।
তবুও আশ্চর্যজনক ভাবে
তোর উপস্থিতি ঘিরে রাখে আমাকে....
আমার সব না পাওয়ায়, সব যন্ত্রনায়।
প্রেম কি কখনো পুরনো হতে পারে?
হরপ্পার ইতিহাস প্রাচীন থেকে প্রাচীনতর হয়ে যায়,
কিনতু আমি তো তোকে খুঁজে আনতে পারি
মিশরের পিরামিড-এর অন্ধকার থেকেও ।
অথবা নীল নদের উপত্যকার
প্রথম গম এর বীজ-
সেটাও খুঁজে আনতে পারি -
যদি বলিস, তুই আর একবার...
অন্তত আর একটি বারের জন্যে হেসে তাকাবি।
দেখবি তখন আমার দু'চোখ জুড়ে
মহাসমুদ্রের উচ্ছাস।
হয়ত আরো এক সুনামি আসবে আবার,
ঢেউ এর দাপটে ছারখার দুজনেই।
আরো একবার ভেসে যাবে পৃথিবীর কোনো এক
আদিম সভ্যতার নিদর্শন।

আমাদের দেখা হয়না আজ বহুদিন হল,
প্রেমের ইতিহাস তো তবুও পুরনো হয়না !

(9.6.16)


#5


জানি, ধান রাখিস নি তুই মেপে। 
তবু বৃষ্টি আসে ঝেঁপে,
আমার হৃদয় আকাশ জুড়ে,
কোনো মনকেমনিয়া সুরে ।

(9.6.16)

#6

আমার একফালি বারান্দায়
বিকেল না ফুরোতেই 
ঝুপ করে সন্ধে নেমে এলো। 

তীব্র দাবদাহে ক্লান্ত পৃথিবী
বুঝি তাড়াতাড়ি ছুটি চায় আজ।
শুকনো ফুলের ঝরে যাওয়া প্রেম 

খুঁজে নিচ্ছে মাটির বুকের অসহায় আশ্রয়।
পুরনো বই এর মলাটে লেখা তোমার নাম -
জন্মদিনের উপহার...
আজও অমলিন।
যদিও মুখটা কেমন আবছা হয়ে গেছে।
জন্মদিনটাও মনে পরে না এখন।
তবুও এই অলীক মুহুর্তে -
যে স্বপ্ন এখনো দেখা হয়নি,
তার-ই রং লাগে চোখে।
যে কথা গুলো না বলা-ই থেকে গেছিল,
তার-ই শব্দ শোনা যায়
আমার নিঝুম ঘরের কোণে।
যে বৃষ্টি এখনো ঝরেনি,
তার-ই ঘ্রাণ ভেসে আসে,
কত ছবি এঁকে যায় !
ভালবাসার যে কোনো ঋতু নেই।

(27.5.15)



#7

শেষ বেলার রুপোলি আলোয়,
সোনালী স্বপ্নের ছায়া মেখে
এক নি:সঙ্গতার সুর ভেসে আসে।
যে গোপন কান্নারা শুকিয়ে গেছিল
অনাদরে... অবহেলায়....
আর্দ্র প্রেমের স্পর্শ পেতে
আবার জীবন্ত হতে চায়।
হঠাত খুঁজে পাওয়া কোনো
হাতল ভাঙ্গা কাপ....বিস্মৃতি মাখা...
পুরনো বই এর ভাঁজে ঘুমিয়ে থাকা
কোনো না পাঠানো চিঠি,
তীব্রতর করে তোলে নীরবতার সোচ্চার হাহাকার।
তবু রোজকার কর্মব্যস্ততা,
গাড়ির শব্দে ভেসে যাওয়া শহুরে রাজপথ,
কাফেতারিয়ার ধোঁয়া ওঠা কোলাহল,
ভেঙ্গে খানখান করে দেয়
আমার জমাট বাঁধা একাকীত্ব।

(21.5.15)

#8

জানি তুই কোথাও নেই।
তাও আমার ঘুমবিহীন রাতে
চোখের নিচের জমা অল্প কালিতে
শুধু তোকেই খুঁজছি।

খুঁজছি তোকে কবিতা লেখার খাতায়।
চোখের জলে ঝাপসা হওয়া অক্ষর গুলোর মতই
তুই আজ অনেক দুরে।
বাসী নেলপালিশের পরতের মত
তোর নাম আস্তে আস্তে মুছে যায়
আমার না পাঠানো চিঠি গুলো থেকে।

তবু আমি তোকে আঁকড়ে রাখি,
গভীর রাতে ঘুম ভেঙ্গে যাওয়া
কান্না জড়ানো পাশবালিশ টার মত !
নতুন জুতোর ফোস্কা হয়ে
আজও আছিস তুই।
একটা চিনচিনে ব্যথা -
খুলতে গেলেই ... পড়তে গেলেই।
শুধু সেই চেনা আঙ্গুলের আদর টা
আমি আজও খুঁজছি।

একটা প্রেমের রূপকথা লিখব বলেছিলাম আমরা।
সেই অসমাপ্ত রূপকথার
শেষ পাতাটাই খুঁজছি আমি।

(13.5.16)

#9

I was talking to your absence
in my tired afternoon siesta.
In my deepest desire,
I wanted to touch, to hold
forever, what was gone.
I poured out everything from within
just to feel -
what was never mine,
and what will never be !
It was felt like an endless dream.
And it seemed I reached so close !
I was just about to hold you
in my arms, and
I was never going to let you go.
I wanted to scream...
to ask you to love
and kiss me now... and always.

But all I got was your absence !

And then, the telephone rang.
the scorching heat of Delhi summer
reminded me to forget,
what was never mine
and what will never be !

(12.5.16)

#10

বইমেলার মাঠে....
বলেছিলে- "ঠিক সাড়ে পাঁচটায় দাঁড়িও" ।
সব কৌতুহলী দৃষ্টি, সব কোলাহলী জনতার ভিড়ে
একা আমি অপেক্ষায় থেকেছি-
আধ ঘন্টা, এক ঘন্টা... আরো কিছুক্ষণ...
তুমি আসনি।

আজও বইমেলা যাই,
কেউ দাঁড়াতে বলেনি,
কারোর অপেক্ষাও নেই,
তাও কখন যেন ঘড়িতে চোখ চলে যায় -
সাড়ে পাঁচটা বাজে !!

(1.5.15)

#11

ঝড় উঠলো কি?
নাকি মনের আকাশে স্মৃতির আনাগোনা ?
আলুথালু হাওয়া এলোমেলো করে দেয়
আমার সযত্নে গোছানো সংযম।
বুঝি বৃষ্টি এলো।
জানলায় অতীতের তীব্র করাঘাত
ভেঙ্গে দেয় আমার সকল ব্যাকুলতা,
আকুল মন শুধু তোমায় ছুঁতে চায়।
এ যে ভূমিকম্প !
নিমেষের আঘাতে সব ভেঙ্গে চুরমার
সুখস্মৃতি আজ শুধুই ধ্বংসস্তুপ।
অবুঝ মন তাও কেন ভালোবেসে যায়?

29.4.15)

#12

আবার বুঝি বসন্ত এলো।

রাতজাগা একলা চোখের কোণে জমে থাকা শিশির কণারা
তাই নতুন স্বপ্ন দেখে আজ।
ঘরে যত্র-তত্র ছড়ানো পুরনো বই এর স্তুপ।
তার-ই কোনটার ১৮-১৯ পাতার ভাঁজে
লোকানো গোপন চিঠি টার কথা
আজ হঠাত মনে পড়ে যায়।
তাতে কি আজ আছে তোমার হাতের ছোঁয়া?
আর সেই পুরনো গোলাপ টা?
সেটা যেন কোন বই তে রেখেছিলাম?
তার গন্ধই বুঝি ভেসে আ
সে আজ... আবার..

আবার বুঝি বসন্ত এলো।

এক অবাধ্য দখিনা হাওয়ায় এলোমেলো শাড়ির আঁচল।
জমানো অভিমান ধুলোর আস্তরণ মুছে ফেলে
বৃষ্টি হয়ে ঝরতে চায় আমার বুকে।
আমার সব একাকীত্ম, সব যন্ত্রনা ধুয়ে মুছে যায়।
যত দুরত্ব, যত কাছে না পাওয়া -
সব মিথ্যে হয়ে যায়..
থাকে শুধু পুনর্মিলনের আশ্বাস।

বুঝি এবার বসন্ত এলো !

(8.4.16)

#13

আস্তে আস্তে একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে । চেনা মানুষের মুখগুলো ক্যালেন্ডার এর পাতার থেকেও দ্রুত বদলে যাচ্ছে। বদলাচ্ছে সম্পর্ক, বদলাচ্ছে অতীত। আমার ভালবাসার অতীত, আমার ভাঙ্গনের অতীত। সেই অতীত এই কি বিলীন হয়ে যাব আমি? যাক না, ক্ষতি কি? শুধু সঙ্গে থাকুক একটা চেনা, ভীষণ চেনা হাতের স্পর্শ। যার ছোঁয়ার জীয়নকাঠি আমার জীবনের রূপকথা তে নতুন প্রাণ প্রতিষ্ঠা করবে। সেই প্রাণ এর শেষ বিন্দু পর্যন্ত শুষে নেওয়ার স্বপ্ন দেখছি প্রতি নিয়ত।

(10.3.16)




#14

সে তো কবেকার কথা !
তুই বলেছিলি - "ভালবাসি" ।
তবে আজ কেন তোর মুঠোর উষ্ণতা
আমার আঙ্গুলের ডগা পেরিয়ে
হৃদয় ছারখার করে দেয়?
আজও তোর চুম্বনের ওম -
আমার সারা শরীর জুড়ে।
ধিক ধিক করে জ্বলছে..
পুড়ছে... পোড়াচ্ছে...
হঠাত কেন তোকে আঁকড়ে ধরার ইচ্ছেগুলো
অবশ করে আমায়?
তোর তাচ্ছিল্যের অতলান্তিক অন্ধকারে
আমার অভিমান তো কবেই হারিয়ে গেছে,
আজ হাতড়ালে তো শুধুই কান্না।
স্মৃতির সমুদ্র মন্থনে ভালবাসা কই?
ওঠে তো শুধুই অবহেলার বিষ !
তবে কেন?


সে যে কবেকার কথা !
যেদিন বলেছিলি - "ভালবাসি" ।
কিন্তু আমার প্রেম ওই মরে যাওয়া তারাদের মত -
আলো আজও নেভেনি..
কোটি কোটি বছরেরও পর।

(13.1.16)

#15

আবার সেই একঘেঁয়ে শীত।
ধুসর মনখারাপের চাদর মোড়া
এক জবুথবু বুড়ির মত।
সকাল থেকে আমার বারান্দার কোণের
তুলসী গাছের শুকনো পাতা গুলো
খুব কাঁদলো।
সারা রাত শিশির দের আঁকড়ে ধরে
কষ্ট পেয়েছে বুঝি।

ভালবাসা তো এভাবেই কষ্ট দেয় !!


নাকি তার দুঃখ পাশের টবে গোলাপের কুঁড়ি টাকে দেখে?
সীমান্তিনীর কপালের সিঁদুরের টিপ
কোনো এক হতভাগিনীর বুকে
যেমন এঁকে যায় দগদগে গভীর ক্ষত?

গোলাপের প্রতিটা পাপড়ির আছে নিজস্ব গন্ধ,
নিজের রং - - নিজের শীত ----
কি জানি? কিছু গোপন দু:খ-ও আছে কি?
গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে,
ওরা একে অন্যের মনখারাপ ভাগ করে নেয়,
চুপ চাপ .... ফিস ফাস ....

আমি তখন একলা জেগে কান পাতি।
আমার নি:সঙ্গতার যে কোনো দোসর নেই....

(29.12.15)

#16

যেদিন...
আবার আমাদের দেখা হবে,
হয়ত অনেক বছর -
বা অনেক জন্ম পরে,
আচমকা কোনো এক অজানা পথের ধারে।
হয়ত ঠিক সন্ধে নামছে তখন।
আবছা আলোয় অচেনা তোমার মুখ,
বই-এর ভাঁজে লুকোনো ছবির সাথে
মেলানো যায় না আর।
অন্ধকার আরো একটু ঘনিয়ে আসে।
অনুভূতির দিশাহারা হয়ে যায়
অপ্রত্যাশিত ঝড়ের দাপটে।
এতদিনের জমানো কথা ভাষা খুঁজে পায় না আর।
তোমাকে ছুঁতে চাওয়ার ছেলেমানুষী ইচ্ছেগুলো-ও
রং হারিয়েছে কবে !!

মুখোমুখি শুধু দাড়িয়ে থাকব আমরা -
নিরব অহংকার হতে দেবে না
আর কোনো অশ্রুপাত।
শুধু অস্তগামী সূর্যের শেষ রশ্মি
আমাদের চোখে ছড়িয়ে দিয়ে যাবে
সেই পুরনো প্রেমের রেশ।
ফেলে আসা সময় আবার ভালবাসায় সোচ্চার -
আগের মতই, ঠিক যেমন ছিল -
সেদিন।

(27.7.15)

#17


আমার একটা স্বপ্ন আছে,
চোখ ধাঁধানো, উজ্জ্বল স্বপ্ন,
ভালোবাসার রঙে রঙ্গীন।
সেই স্বপ্নে আমি পেরিয়ে যাই
একের পর এক রঙের স্তর,
তোমাকে ছুঁই,
আঁকড়ে ধরি আজীবন।






পায়ে পা মিলিয়ে হেঁটে যাই আমরা-
হাতের মুঠোয় হাত।
রাতের খোলা আকাশের নিচে
পাশাপাশি শুয়ে
একসাথে পাহাড় দেখি।
আমাদের প্রেমের সাক্ষী থেকে যায়
কোটি কোটি তারা-
কেউ জীবিত, মৃত কেউ বা।
এক স্তব্ধ নিরবতা ঘিরে থাকে আমাদের ...



আমার একটা স্বপ্ন আছে,
যেখানে নেই কোনো অভিমান,
অভিযোগও নেই কোনো।
শুধু চোখে রাখা চোখ,
আর আছে এক সীমাহীন
সুদীর্ঘ চুম্বন...

(25.9.16)

#18


I possess a dream.
So sparkling, so vibrant
With different shades of romance.
In that dream, I conquer 
The colours, layer after layer
To reach you, to hold you forever.
We walk, hand in hand
With rhythmic steps.
We see the mountains together
Lying side by side
Under the vast night sky.
Thousands and thousands of stars-
Some alive, some dead-
Witness our blissful love.
And there remains a deep silence.


I possess a dream,
Where there is no regret,
No curse...
Only a deep gaze into each other's eyes...
And there remains an endless kiss.


(25.9.16)



#19



I want to walk down
The old path again.
The one very known,
Very close to my heart-
With full of memories...
Of you, of me...
Of how we loved each other.
This time I will walk alone,
Because it's easier to hold the breath
When no one else is there.


Oh dear...
The memories are still so fresh!
How we loved in the winter,
How we loved in the rain,
How we got embraced in
Each other's arm..
Drenched...
Till the last drop of rain
Dried up in our bare skin.




We made countless poems-
Unwritten...
By diving into each other's eyes
For hours after hours.
And how we loved each other!




The old path witnessed
How lonely I feel without you.
But it does not know,
In the deepest core of my heart,
How much I miss you...

(4.10.16)

#20

হতেও তো পারে...
একদিন মুষলধারে বৃষ্টি এলো,
আর আমার গোপনতম প্রেম
খুঁজে পেলো তার আপনতম ভাষা,
খুঁজে পেলো রোদের গন্ধ মাখা
এক ছোট্ট নীল বাসা।

হতেও তো পারে,
একদিন আকাশ জুড়ে মেঘ।
ঝড়ের সাথে উড়ে এলো তোর খবর।
আর আমার নামের সাথে জুড়ে গেল
পদবি খানা তোর।
অভিমানগুলো অধিকার পেলো
দাবি জানানোর।

আবার ধর, এমনটা যদি হয়?
তুই এসে ছুঁয়ে দিলি হাত,
আর নিমেষে মুছে গেল সব মিথ্যে অজুহাত।
ঠোঁটের নরম ভালোবাসার স্বাদ
ভুলিয়ে দিলো সব জমানো ক্ষত।

এসব নাহয় নাই বা হলো কিছু।
হিসেব রাখি না কতটুকু ছিল কার দোষ,
ক্ষোভ নেই, নালিশ নেই কোনো,
যদি ... শুধু তুই যদি আমার হোস।

(23.11.16)

#21

আজকাল চারপাশে অনেক রং এর পসরা।  এমনকি বিকেলের সূর্য টাও তাড়াতাড়ি তার কমলা জামা টা ছেড়ে অস্ত যেতে চায় না।  কৃষ্ণচূড়া আর রাধাচূড়া-র অবাধ খুনসুটি... শিমুল পলাশের আবির খেলা... আমার চোখেও বুঝি তার-ই নেশা লাগে।  আর আমার মন খুঁজে ফেরে এক অতল অন্ধকারের আহ্বান।  কে বলেছে অন্ধকারের কোনো রং নেই? অন্ধকার মানে না পাঠানো গোপন চিঠি... লুকিয়ে লুকিয়ে বার বার পড়া।  অন্ধকার মানে প্রথম Archies Card, প্রথম তার হাত ধরা, প্রথম লজ্জা, প্রথম চুম্বন।  অন্ধকার মানেই  তো প্রথম বার বলা 'আমি ভালোবাসি'।  এর রং যে কখনো মলিন হওয়ার নয় ! আমি খুঁজছি...  খুঁজছি আমার সেই রঙ্গীন অন্ধকার.... গভীর অন্ধকার !!!!

(15.3.16)


#22


আবার সেই চেনা রাস্তায় হেঁটে যেতে চাই...

নাই বা তুই থাকলি পাশে,
নাই বা আর ধরলি তুই হাত। 
তবুও তো আজ ফুল ফোটে,
আজও তো ঝরা পাতা বয়ে আনে আসন্ন বসন্তের বার্তা। 

আবার ভিজতে চাই বৃষ্টিতে,

নাহয় এবার একাই ভিজব। 
এখনো তো বৃষ্টি দেখার নেশায় মেতে থাকে মন,
এখনো তো ভেজা মাটির গন্ধে 
ভুলে যাই কফির কাপে চুমুক দিতে। 

আমি আবার স্বপ্ন দেখব। 

জানি তুই আজ আর কোথাও নেই। 
কিন্তু স্বপ্ন তো আজও ততটাই রঙ্গীন,
আজও তো কবিতার খাতায় একই রকম আঁকিবুঁকি,
আজও তো আছে রবি ঠাকুরের গান,
আজও তো জোনাকি দেখে খিলখিলিয়ে হেসে উঠি আমি।  

তুই নেই, তাতে কি?

আমি তো সেই একই আছি,
বুকের মাঝে একরাশ ভালবাসা নিয়ে।

(19.5.15)



#23

শীতের সকালটাকে এক অভিমানী মেয়ে বলে
কখনো ভেবেছো তুমি?
আলসেমির আড়মোড়া ভাঙা ঘুম চোখ,
অবিন্যস্ত শাল...
কখনো বা চশমার কাঁচে
মনখারাপের বাষ্প।
সেদিনই তো কুয়াশা নামে !
ভেবেছো কি এমন করে?

আজ আমার আকাশেও কুয়াশার শামিয়ানা ।

স্মৃতিগুলো আজ হঠাৎ দমকা হওয়ার মতো
ছুঁয়ে যায় আমায়-
চুলে, ঠোঁটে, গালে, গোপনে....
তোমার স্পর্শের অনুভূতি দিয়ে।
তুমিও কি এমনভাবে আমার স্পর্শ পাও?

যে ইচ্ছেগুলো যত্ন করে তুলে রেখেছিলাম

আলমারির দুর্গম তাকে,
পাটভাঙা শাড়ির মতো ;
আলতো ভালোবাসায় তাদের জড়িয়ে নিচ্ছি আজ ।
ভাঁজে ভাঁজে তোমার আঁচ,
পরতে পরতে তোমার গন্ধ।
ভালোলাগায় মিশে যাচ্ছি আমি... পিষে যাচ্ছি ...
তোমার কি এমন হয়?

উত্তর দিও না আজ।

"না" শুনলে বৃষ্টি নামতে পারে !
শুধু বন্ধ চোখ ঢেকে রেখো 
আমার আদরের চাদরে ।

 এই বিষন্নতার শীতে,

তুমি হয়ে থেকো আমার কবিতার আশ্রয়।

(14.12.2016)


#24



পাড়ি দিলাম এক অজানার সন্ধানে।
আমার জানলার বাইরে দিয়ে ছুটে চলা
মেঘেরাই হোক আজ আমার
পথপ্রদর্শক।





আমি খুঁজে নিতে চাই
আমার সেই একলা পৃথিবীটা -
যেখানে নেই কোনো নির্ভরতার শৃঙ্খল,
কোনো অবলম্বনের বন্দীত্ব।
আছে শুধু মুক্তির আনন্দে
গেয়ে ওঠা বেসুরো গান,
আছে জীবনের শেষ বিন্দু অবধি
শুষে নেওয়ার আচ্ছন্ন নেশা।



আমি চাই না কোনো শান্তির নীড়,
চাই না কোনো নিস্তরঙ্গ দীঘির
শান্ত শীতল জল।
আমার খোঁজ সেই মাতাল কালবৈশাখীটার -
যার দাপটে উড়ে যাবে
সব প্রচলিত সংস্কারের বেড়াজাল,
মুছে যাবে পরিচিত স্বাচ্ছন্দ্যের গন্ডি।



দুচোখ ভরে বাঁচার স্বপ্ন নিয়ে
পাড়ি দিয়েছি আমি,
বুকে আমার দামাল প্রেমের উদ্দামতা,
রোজ নতুন সূর্য দেখার আশা।

ছুটে চলেছি আমি
সেই অনিশ্চয়তার উদ্দেশ্যে।


আমার ফেলে আসা

শ্রান্ত সুখে মোড়া পৃথিবী,
আমার অপেক্ষায় থেকো না !



(20.12.2016)



#25



রাত্রিটা যদি শেষ পর্যন্ত বেঁচে থাকতো
তোমাকে বুকের মাঝে আগলে রাখতাম।
নিভে যাওয়া মোমবাতিটার গন্ধের মতো।



ঠিক সকাল হওয়ার আগে,
তোমার আধোঘুমে জড়ানো গলার
আলতো আদর টুকু-
বড় যত্নে তুলে রাখতাম ।
পূব আকাশে ভোরের প্রথম আলোকচ্ছটা
রজনী নিশার আঁধারের আঁচল ছিঁড়ে
যেমনভাবে তাকে বিবশ করে তোলে,
আমিও রাঙিয়ে ওঠা লজ্জায়,
তোমার পুরুষালি বুকে খুঁজে নিতাম
আমার নগ্নতার আবরণ,
আমার পরম নির্ভরতার আশ্রয়।
দিনের মুখরতা তোমাকে দূরে সরিয়ে দিতো না,
যদি রাত্রিটা শেষ পর্যন্ত থেকে যেত !



যদি রাত্রিটা শেষ অবধি ধরে রাখতে পারতাম,
তুমি চিরদিনের মতো আমার হতে।
তোমার বাহুপাশে বন্দি আমার নি:শ্বাসগুলো
দেখতে পারতো নতুন স্বপ্ন -
তোমার ঘুমন্ত চোখের পাতায়।
ওই একফালি চাঁদটা সাক্ষী থেকে যেত
আমাদের আমৃত্যু প্রেমের,
যদি... যদি রাত্রিটা শেষ পর্যন্ত বেঁচে থাকতো !

(27.12.2016)




#26


বসন্তরা বিরহ চেনে না।
আমার প্রেমহীন প্রাণেও লাগিয়ে যায়
রঙের বেমানান ছোঁয়া।

বহু বছরের জমাট বাঁধা কষ্টগুলো,
যারা হারিয়েছে অক্ষর, ভুলেছিলো ভাষা -
তারা আবার আজ কবিতার খাতায়
খুঁজে ফেরে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের খুনসুটি।

নির্বাক অশ্রু কণারা হাতড়ায় আজ
সমুদ্রের নীল - ঘন, সুনিবিড়।
তোর প্রিয় রং ছিল যা !

আমার প্রেমেও ছিল প্রশান্ত মহাসাগরের গভীরতা।
তাই বুঝি থৈ পাসনি তুই,
ভেসে গেছিস , হারিয়ে গেছিস
দূরে... আরো দূরে....

তবু আজ, সেই গভীরের নীল
তোর জন্যেই তোলা আছে ।
এক আকাশ আসমানী রং,
বা এক মাঠ সবুজ -
আমার পুরো রামধনুটাই শুধু তোর ।
আজ, এই অবুঝ বসন্তে।

আমাদের সহস্রযোজন দূরত্ব আর নীরবতার মাঝে
সেই বসন্ত ক্রমেই গাঢ় হয়ে ওঠে -
লালে... আগুনে....

(7.3.2017)


#27

কত কিছু হারিয়ে গেছে আজ।
হারিয়ে গেছে তোর আঙ্গুল ছোঁয়া বিকেল গুলো।
আলতো আঙুলের স্পর্শে যখন
বৃষ্টি নামতো মনখারাপের মাঠে,
সেই সবুজ ঘাস আজ হারিয়েছে রং।
হারিয়ে গেছে ভুরুর মাঝে টিপ,
হাতখোঁপা আর জুঁইফুল।
মুগ্ধ চোখের দৃষ্টিটাই যে আজ আর নেই।
হারিয়েছে আজ সরস্বতী পুজোর
হলুদ গাঁদা সাজ,
শাড়ি পরে তোকে দেখানোর ইচ্ছেগুলো
মিলিয়ে যায় আয়নার কাঁচেই।
ছাদের কার্নিশে রাখা উদাসী চিবুক
আজ ভীষণ ব্যস্ত,
মেঘ দেখে রূপকথা আর আঁকা হয়না
বহুদিন হলো।
সময় নেই, তাই ছেলেমানুষি গুলো
হারিয়ে গেছে আজ।







আজ বুঝি হারিয়ে গেছে প্রেম,
আর হারিয়ে গেছিস তুই ।







তাও কি আর নেই কি কিছুই বাকি?
আছে, সেই জানলার ধার -
যেখানে ভালোবাসা বুনতাম আমরা,
শুধু চোখে রেখে চোখ।
আছে সেই যত্ন বইয়ের তাক,
থাকলেই বা ধুলোর আস্তরণ,
তোর নাম লেখা বই গুলো তো আজও আছে।
আছে কবিগুরুর গান,
ধোঁয়া ওঠা একলা কফির কাপ,
মেঘলা দিনে মনখারাপের জাল,
সব... সব একই আছে আজও।
তোর আঙ্গুল মোছার আশায় থাকা
গালের উষ্ণ নোনা দু:খ,
তোর মুঠো খুঁজতে থাকা একলা হাঁটার কলেজ স্ট্রিট -
পাল্টায়নি কিছুই... আজও।







শুধু তুই নেই,
তাও বেঁচে আছে তোর প্রথম ঠোঁটের স্বাদ,
বিনিদ্র রাতে কবিতার খাতায়
তোর গন্ধমাখা অভিসার
আজও আছে বেঁচে ।
এখনো হারায়নি -
বেঁচে আছে প্রেম, আমার বুকের মাঝে।






(8.3.2017)




#28


বসন্ত কোনো ঋতুর নাম নয়।
এ এক অনুভূতি,
যে অনুভবে তোমাকে ছোঁয়া যায়।

বসন্ত মানে সেই বিকেলটা,
যার আলোয় প্রথম ভালোবাসা চিনেছি আমরা।
সেই চেনা গাছটা,
যার ছায়ায় প্রথমবার তোমার প্রেম
আশ্রয় খুঁজেছিলো আমার বুকে,
আমার এলোচুলের অন্ধকারে ঘন হয়েছিল তোমার নিঃশ্বাস,
সেই মুহূর্ত গুলোই আমার বসন্ত।

বসন্ত মানে তুমি,
আমার কিশোরী বেলার প্রথম প্রেম,
আমার অবুঝ অভিমান, জেদ, খুনসুঁটি।
বসন্ত মানে আবছা তোমার মুখ,
বসন্ত মানে আমার রাত বালিশে
চোখের জলের রং।

যে স্বপ্নেরা আজও বেঁচে,
কোনো অসম্ভবের আশায়,
তারাই তো চিনেছে বসন্তকে।
যে আঁচল একদিন হঠাৎ
ভেঙে দিয়েছিলো সংযমের শিকল,
বসন্ত সেখানেই বেঁচে থাকে।

বসন্ত মানে তোমার আমার মাঝে বেড়ে ওঠা
এই অপ্রতিরোধ্য ব্যবধান,
আর ক্রমে আরো আপন হয়ে ওঠা তুমি!
বসন্ত মানে আমার দুঃখবিলাসী প্রেমের
তোমার সাথে নিত্য সহবাস-
কবিতার পাতায়।

না, বসন্ত কেবলই একটা ঋতুর নাম নয়!

(12.3.2017)

#29

I remembered you at the sight of that old tree,
Standing alone opposite to my balcony.

I missed you as I pass by the tree
Everyday, on my way back from work.

My heart ached at the sound of that old song
We used to enjoy together,
Trying to memorize the lyrics.

That window, who had witnessed
Our love, transmitted across the eyes,
And the pale moon,
Hanging over the old tree,
In the deep silence of this midnight blues,
Consoled me as I missed you badly.

My heart ached again,
reading the novel
You had presented me on my birthday,
A couple of months before we parted away.
Thankfully, the novel was a tragedy,
So that I didn't have to hide my tears
For the time being.

I called you, by the loudest cry
My heart could make,
But that lone tree and the pale moon
Echoed only silence!

(12.3.2017)

#30

এগিয়ে চলেছে মেয়েটা,
সামনে তার লক্ষ্যের পাহাড়।
স্বপ্নেরা ভিড় করে আছে তার রাস্তায়।
না.. সব তার নিজের স্বপ্ন নয়,
তাকে উজ্জ্বল করতে হবে পরিবারের মুখ,
তাকে যোগ্য হয়ে উঠতে হবে
প্রেমিক, বা হবু স্বামীর।
লড়ে যেতেই হবে সব যুদ্ধ,
বুক চিতিয়ে, সাহস করে।
জিততেও হবে তাকে,
কারণ এই পৃথিবী শুধু
বিজয়ীদেরই মনে রাখে।

এগিয়ে চলেছে মেয়েটা।
তবু প্রতিদিন, ওই মোড়ের মাথায় পৌঁছে
ক্ষনিকের জন্যে শিথিল হয় তার পদক্ষেপ।
প্রতিদিন সে অপেক্ষা করে
একটা পিছুডাকের,
যা তাকে ফিরিয়ে দেবে তার ঘর,
তার স্বপ্ন, যা তার নিজের ছিল।
ভালোবাসার গোপন ডাকনামের, সেই
পিছুডাকের চিরন্তন আশা নিয়েই
এগিয়ে চলেছে মেয়েটা।

(15.3.2017)

#31

তুমি নেই, তাই ধূসর ছড়িয়ে থাকে
আমার সারা পৃথিবীময়।
ম্লান হয়ে যাওয়া শীত
বিদায় নেওয়ার আগে ফেলে রেখে যায়
তার শেষ কান্নার ছাপ,
আমার একলা জানলার কাঁচে।

বাষ্পে ভেজা নিয়নের আলো
আমাকে ফিরিয়ে নিয়ে যায়
সেই অতীতে-
যখন আমার কষ্টগুলো
আশ্রয় খুঁজে পেতো তোমার বুকে,
আমার রাত্রিদের ঘিরে রাখতো
শিরদাঁড়া বেয়ে চুঁইয়ে পড়া
তোমার স্বপ্নের গন্ধ।

আজ যখন দাম্ভিক বসন্ত
ঘোষণা করে তার আগমন বার্তা,
দখিনা হাওয়ার পতাকা উড়িয়ে,
আমি আরো একটু একটু করে
তলিয়ে যাই ফেলে আসা অতীতের ধূসরে।
গতমাসের ক্যালেন্ডারের পাতাটার মতো।

(22.3.2017)

#32

Without you, grey predominates my world.
The fading winter,
Before its final departure,
Left the mark of his last cry,
On the solitary glass pane of my window.

The steamy reflection
Of the flickering Neon lights
Take me back to another time-
When all my pain
could find refuge in your bare chest,
And my nights were embraced
By the smell of your melted dreams,
Flowing through my nerves.

Today the arrogant spring
Announcing his arrival,
waving his winning flag
in the southern wind.
And I get lost, a little more,
in the oblivion of the past grey.
Just like the forgotten page
of the last month's calendar.

(22.3.2017)

#33

The splash of water
on the dead corals,
and the whisper of wind
in the darkness of pine,
creates an illusion in my forlorn eyes.

It makes me feel you,
right beside me,
with all your impenetrable absence.

My dream entangles itself
in the silent melancholy
of the vastness of sea,
and my heart resigns a little more.

With every coming wave,
I sculpt your memories.
Your eyes, your lips,
your slender fingers.
The salty sea wind
brings back the smell of your shirt
you wore on the night we were together.
For the last time.

But yet the north star
reaffirms the gospel truth
of your absence...
your insurmountable absence.

(31.3.2017)

#34

আমি বারবার পরাজিত হয়েছি
তাদের কাছে -
যা কিছু বিশাল, ব্যাপ্ত, অপরিসীম ।
পাহাড়, সমুদ্র, আকাশ...

বা তোমার ওই দুটি চোখ।

শেষ চৈতালী বিকেলের কালবৈশাখীর মতো
যেদিন তোমার চোখ
দাপিয়ে বেড়ায় আমার
অবিন্যস্ত খোঁপায়,
বা শাড়ির অনভ্যাস ভাঁজে,
তছনছ আমি তোমার উঠোনে
এক মুঠো অসহায় জুঁই ফুলের মতো।
পরাজিত।

আর ততবার...
বিজয়গর্বে উদ্ধত আমার প্রেম।
ততবার জিতে যাই আমি,
জয়ের পূর্ণ আশ্বাসে, আস্বাদে।

সে জয়ের স্বাদ তুমি পাবে না কোনোদিন জানি,
কারণ তুমি আমার মতো করে
পরাজিত হতে শেখোনি।

(6.4.2017)


#35

যদি না থাকি,
ভোরের হাওয়ায় শুষে নিও
আমার ঘ্রান,
তোমার দুই মুঠো ভরে।

তোমার পাড়ায় মেঘ জমলে,
বৃষ্টি ভেবে মেখে নিও

যেদিন বিকেল হবে বিষন্ন,
অবসন্ন মন,
ওই দূরের দিগন্তরেখায়
খুঁজে নিও আমার হারিয়ে যাওয়া মুখ,
একটু খানি হেসে।
জেনো বেঁচে আছি আমি
তোমার জানলার সুখের কার্নিশে,
পড়ন্ত বেলার আলো-আঁধারি রূপকথায়।


যেমন ভাবে বেঁচেছিল প্রেম

আমার অসুখ জুড়ে।



নিশ্চিন্তের স্বপ্ন ভাঙা ঘুমে
মাঝে মাঝে জড়িয়ে ধোরো,
পরম আদরে।

খসে যাওয়া তারার ইচ্ছেপূরণের মতো
যত্ন করে আগলে রেখো আমায়
তোমার বন্ধ চোখের পাতায়।



রাতের আকাশে সব থেকে অনুজ্জ্বল তারাটাই
হব আমি, সবাই খুঁজে পাবে না।
কিনতু তুমি খুঁজে নিও,
তার দিকে ভাসিয়ে দেওয়া আলতো চুম্বনে
জানিয়ো তোমার সুখের খবর,



জেনো আমিও ভালোই আছি।



(12.4.17)

#36




ভালোবাসারা শুধুই রূপকথায় বাঁচে।
এই নিষ্ঠূর প্রেমহীন পৃথিবী তার নয়।
দেখছো না, যে গাছে গাছে লেগেছিলো
হলুদ প্রেমের ছোঁয়া,
এই তো, কদিন আগে-
সে আজ ঝলসানো চোখে চেয়ে আছে শুধু।
রিক্ততার অসহায় প্রতিমূর্তির মতো।








কদিন পরেই নামবে প্রবল বর্ষণ,
প্রেমের গায়ে দেখবে তখন
স্যাঁতসেঁতে শ্যাওলার প্রলেপ।
ভালোবাসা বাঁচে না সেখানে,
বাঁচে শুধু নীরব অভিমান, নিষ্পলক অশ্রুকণায়।









প্রেম বাঁচে শুধু রূপকথার পাতায়।
শেষ পাতায় লিখে রাখা মরণ টুকুর জন্যে
প্রতি পাতায় সে তিলে তিলে বাঁচে।
শেষ শ্বাসটুকু জিয়িয়ে রাখে
খুঁড়ে রাখা কবরের অন্ধকারের জন্যে।




ঠিক যেমন বাঁচে আমার প্রেম
তোমার প্রত্যাখ্যানের উপাখ্যানে।
আর লেখা হয়ে চলে আরো একটি রূপকথা,
আরো একটি মৃত্যুর সাক্ষী হতে -
ওই শেষ পাতায় !
(15.5.2017)

#37




It was raining last night.
As the heavy splash of rain
Touches the bare soul of the earth -
Long awaited, long deprived of
The touch of the beloved,
All its sorrow evaporated
With the unearthly smell of love.


It was raining here too -
In the corner of my forlorn eyes.
I stretched my palm out of my window
Because the rain was carrying your touch
And the whole atmosphere was pregnant
With your fragrance, so known to me.

In this illusory moment,
I wished my heart could rain
Even more heavily,
To wash away all those bleak nights
We both were awake
In two different parts of the world.

I wished the sound of the pelter
Could hush my pain
And lull my emotions
So that I could sleep again
With the reassuring oneness of our love.
(28.5.2017)

#38
প্রতিদিন কত পাতা ঝরে যায়।
তবু দু'-একটা, অবুঝ যারা,
একফোঁটা বৃষ্টির আশায়
সবুজের স্বপ্ন দেখে।
আর তাই ভালোবাসারা বাঁচে,
আজও।
(28.5.2017)

#39
জানিস, আজ আষাঢ় মাস পড়ল।
বাঙলা ক্যালেন্ডারের খোঁজ রাখার
বোধহয় সুযোগ হয় না তোর।
কিন্তু আমার বারান্দার কার্নিশে
এক টুকরো মেঘ,
সেই সকাল থেকে খেলায় মেতেছে।
বলছে- শোনো, আজ আষাঢ় মাসের বেলা।

সে কি তবে টের পেল আমার গোপন বিরহের?

এই মেঘের হাতে যদি ভাসিয়ে দিই
আমার খোলা চিঠি,
একটি আলতো চুম্বন এঁকে,
পড়ে দেখবি তো?
আমার হাতের লেখা ভুলিসনি নিশ্চয়ই,
বা আমার ঠোঁটের আর্দ্রতা।

মেঘকে বলেছি- যাও,
গিয়ে ঝরে পড়ো বঙ্গোপসাগরের বুকে,
এক ফোঁটা, দু ফোঁটা...
বাদলা হাওয়ায় চিনে নিস
আমার ভালোবাসার ঘ্রাণ।
বুঝে নিস, আজ আষাঢ় মাসের বেলা।

এই মেঘের হাতেই পাঠালাম,
আরও হাজার আষাঢ় পেরিয়েও
তোর হয়ে থাকার প্রতিশ্রুতি।

শুধু তোর একটা মুহূর্তের দাবি নিয়ে।
(17.6.2017)

#40
আচ্ছা, একটা দিন যদি দুজনে মিলে
নতুন করে বাঁচার স্বপ্ন দেখি,
কেমন হয়?

যদি ভুলে যাই সব নিয়ম কানুন,
ভেঙ্গে দিই রীতি-রেওয়াজের বেড়াজাল,
যদি এক দিন, শুধু এক দিন অন্তত:
সংবাদপত্রের দু:সংবাদ গুলো ভাঁজ করে রেখে
মেলে ধরি একটা সুখের পৃথিবী?

উল্টো দিকের ফ্ল্যাটবাড়ির দেওয়ালে
সকালের রোদ্দুর কিভাবে খেলা করে,
ছায়াগুলো কত ছবি এঁকে যায়-
দৈনন্দিন কাজ ভুলে
আমি যদি এসবেই মজে থাকি
পাশে এসে দাঁড়াবে নাকি?

যদি মেঘ দেখে রূপকথার গল্প বোনে
আমার অপরিণত মন,
তাকাবে কি আকাশের দিকে?
পূর্ণিমার চাঁদ দেখে যদি হৃদয় উদাস,
মূর্খ বলে তিরস্কার করবে না তো?

যদি বৃষ্টি এলে খোলা জানলায়
চিবুক রেখে কাটিয়ে দিই সারাটা বিকেল,
যদি হেঁটে যেতে চাই তোমার আঙ্গুল ধরে
নিরুদ্দেশের দিকে,
বাড়িয়ে দেবে নাকি
পায়ে পা মিলিয়ে চলার অঙ্গীকার?

জানি চারপাশে সমস্যা অনেক।
খুন, জখম, ধর্ষণ, নির্যাতন!
সবাই সোচ্চার এসবের প্রতিবাদে।
তারই মাঝে নিতান্ত অর্বাচীনের মতো
আমরা যদি ভালোবাসার কথা বলি,
যদি লিখি আরও একটা প্রেমের কবিতা,
কেমন হয়?
(18.6.2017)

#41

আজ হারিয়ে যেতে চাইছে জীবন।
কিন্তু যাওয়ার পথ কিছু আছে কি?
যে রাস্তায় পা বাড়িয়েছি,
তার কোনো শেষ নেই!
কত বাঁক, গলি-ঘুঁজি, অন্ধকার ঠেলে
কোন অতলের দিকে এগোতে হবে-
উত্তর নেই কোথাও।
ধ্রুবতারাও বোবা হয়ে গেছে কবেই।

তবু হাঁটা আমার ফুরায় না।
দিশাহীন আমি, শুধু এগিয়ে যাই
এক একাকীত্ব থেকে আর এক একাকীত্বের দিকে।

তাও বৃষ্টি এলেই,
এক অজানা প্রেমের বন্দিশ শুনতে পাই।
অচেনা ভালোবাসা, ঝাপসা জলছবি হয়ে
হাতছানি দেয় আমায়।
সাড়া না দিয়ে আমার উপায় কি?

অযত্নে নিভে যাওয়া প্রেম
খুঁজে নিতে চায় সেই চিতার আগুন,
যেখানে আবার দগ্ধ হবে সে!

গল্পটা তাই ফুরায় না কোনদিন।
হেঁটে চলি আমি, অনন্ত সময় ধরে।
জানি কেউ অপেক্ষায় নেই,
তাই পিছন ফিরে তাকায় না
এই দুই অপেক্ষারত চোখ।

শুধু ফেলে আসা ছায়াটা বাড়তে থাকে
দীর্ঘ থেকে দীর্ঘতর...
(01.07.2017)

#42

When you kissed me in my dream,
the clock stopped ticking
right at that moment.

I was afraid even to blink
lest you got lost in the fraction
of my conciousness.
I just wanted to hold you
in my delusion -
forever.

As your warm breath was touching
my bare shoulder,
and the flux of your love
was pouring down through my spine,
I heard someone singing from distance.
And the rain was accompanying with
melody in harmony.

Yet, I got shattered into pieces,
with every new beat of my heart
as I knew
I was only trapped into my own dream!

As the rain tried to blur the
insurmountable barrier of our physical union,
I wished I could die
before the clock start ticking back,
holding you in my breath.
And I could sleep with the
everlasting peace inside my grave,
with all the pieces of my broken heart -

Without trying to put them back together
again...
(6.7.2017)

#43

তুমি নেই, তাই সবকিছু
বড় বিক্ষিপ্ত লাগে।
বারান্দার তারে আটপৌড়ে শাড়িটা
মেলাই থাকে,
শোকায়, আবার ভেজে...
তোলা হয়না আর।
ঠান্ডা চায়ের কাপ, ফেলে রাখা অন্তর্বাস,
মোচড়ানো টুথপেস্ট বা বাসি খবরের কাগজ-
সবাই শুধু তোমার না থাকার কথা বলে।

পুরনো ছবির এলবামে জমতে থাকে
মনখারাপের বাষ্প,
আঁচলের খুঁটে বেঁধে রাখা স্মৃতির চিরকুটে
আজও তোমাকে খুঁজি।
তবু, আর্চি'স কার্ড, আধপোড়া মোমবাতির গন্ধ
সবই এখনো একটু একটু বাঁচে।
অসতর্কে ঝরে পড়া সিঁদুরের দাগে,
বা আয়নার কাঁচে খুলে রাখা
লাল টিপের ফিকে হতে থাকা রঙে
তুমিও বাঁচো...
তিল তিল করে।

তুমি নেই, তাই সন্ধ্যেবেলা
আলো জ্বলে না কোন কোন দিন।
অন্ধকারের ছায়া লিখতে থাকে
নি:শব্দ বিরহের কবিতা।
অভিমানেরা কথা হারিয়ে
নীরবে ঝরতে থাকে দুচোখ বেয়ে-
তোমার আঙুলের উষ্ণতার অপেক্ষায়।
(01.09.2017)

#44

বিষাদ আজ নিছকই এক অভ্যেস,
দৈনন্দিন কথকতা।
ভাল থাকা, মন্দ থাকা...
চাওয়া, পাওয়া... না পাওয়া-
সেসব জমাখরচ রাখিনা আর।
চিরকালীন অসুখে আর যন্ত্রনা নেই কিছু।

তবু গভীর রাতে দুচোখ জুড়ে
মেঘ মল্লারের বন্দিশ,
আর বুকের ভেতর অনর্গল রক্তক্ষয়।
ক্ষয় হতে থাকি আমিও-
সব সোহাগ-আগুন পুড়িয়ে দিয়ে,
ইচ্ছে-আদর উড়িয়ে দিয়ে।

চিরস্থায়ী হয় শুধু
এক আর একের যোগফলে
শূন্য কষার হিসেব।
(11.9.2017)

#45
Love does not hold any definition.
The momentary touch on your hand,
Shielded under the pretence of inadvertance;
Or the desire to cage the trice of togetherness
Between the fingers -
Do not have any name either.

Love still exists...
All around me... scattered...

Like the embroidery
In the corner of the handkerchief,
For the loved one..,
I weave the nest of my impossible dream,
With utmost tenderness -
Again... and again...

The fear to lose those moments
Locked between the fingers-
Stupefies me.
But still the north-wester of your warm breath
Heat up the fire in my heart.

I wish then,
To be a soft twilight
Of the delicate dawn.
And with all the conscious efforts
To suppress my unconscious desires-
which do not hold any definition,
nor have any name;
My endeavour to decipher
The true meaning of love
Continues...
Again... And again...

(18.9.2017)

#46

তোর আকাশে আতশবাজি,
ইচ্ছে ফানুস, আলোর শামিয়ানা।
অথবা এক ছুটির দুপুর,
অলস ভাত-ঘুম,
আর টিভির খবরে নিম্নচাপ।
আমার তখন ঈশান কোণে
এক টুকরো মনখারাপ।

তুই যখন ভালোবাসার পশমে
জড়িয়ে থাকিস নরম ওমে,
ঠিক তখনই,
কোনো এক ফেলে আসা রাতে,
তোর কপালে জমা বিন্দু বিন্দু ঘামের স্মৃতি-
ভিজিয়ে দেয় আমার শিরদাঁড়ার ভেতর অবধি।

যখন তুই মোমের আলোর আলতো মায়ায়
স্বপ্ন আঁকিস,
আমি আরো একটু অন্ধকার খুঁজে নিই,
আরো একটু একলা হতে থাকি।

জানি, তোর এখন আবেশের ঘুম,
মিঠে আলো, চুলে আঁকিবুঁকি।
অথচ এখানে আমার
উপপাদ্য মেলে না কিছুতেই।
ঠোঁটের কতটা উষ্ণতা অভিমানের গলনাঙ্ক ছোঁয়,
সেই সমীকরণ খুঁজে চলি আমি...
লুব্ধকের দিকে পাড়ি দিতে দিতে।

(3.11.2017)

#47

আবার যদি গোলাপ ফোটায় শীত,
বাষ্পে ভেজা চানঘরের আরশিতে
আলতো আঙুলের ছোঁয়া
যদি ফিরিয়ে আনে তোর মুখ,
ঠিক আমার কাঁধের পাশে, 
তবে আঁকড়ে রাখতাম ।
গোপন ডাকনামের আদরে,
চেনা সর্বনামের আন্তরিকতায়
বেঁধে রাখতাম তোকে -
আজন্মের তরে।

যদি কোনো এক অলীক সন্ধ্যায়,
অবহেলায় ফেলে রাখা মুঠোফোনখানা
বেজে ওঠে হঠাৎ,
পর্দায় তোর নাম নিয়ে,
সব অভিমানের কুয়াশা মুছে যেত।
ঝাপসা শার্সির ওপারে
স্ট্রিটলাইটের আলোয় ধোয়া বিভ্রান্ত রাস্তা
আবার দিশা খুঁজে পেতো
কোলাহল থেকে নির্জনতার দিকে।
যেখানে শুধু তুই আর আমি -
আর আমাদের মাঝে বেঁচে থাকা
চির প্রেমের রেশটুকু।

কিন্তু না...
স্বপ্ন সত্যি হয় না।
তাই শীত হয়ে থাকে কেবলই
পাতা ঝরার ঋতু।
আর আমি -
নি:স্ব, রিক্ত, আজন্ম বিরহ-যৌতুকের ভাগীদার।
(18.1.2018)

#48
কি যে হয় এক একটা দিন-
কুয়াশা ভেজা জানলার শার্সির
ভাঙা কোণের ফাঁকটুকু দিয়ে
মনখারাপ চুঁইয়ে পড়ে।
ভাবনা আসে-
শেষ লেখাখানা কি আজকেই?
কি থাকবে তাতে?

যা কিছু পেতে ভীষণ ইচ্ছে করে-
আবছা ঘুমের মাঝে মায়ের কপালের
লাল টিপের মতো প্রিয় কিছু,
বা জ্বর কপালে তার ঠান্ডা আদরের মতো-
যা খুব আরামের-
সেসবের কথাই লিখব কি?

শীতের দুপুরে ছাদের অলস আলসে,
মিঠে রোদ, কমলালেবুর খোসা।
ওদিকের ছাদে কোনও এক নববধূর এলোচুল,
গলির মুখে বেড়াল ছানাগুলো খেলা করে-
এমন কোনো আটপৌরে ছবি আঁকব কি?

সন্ধ্যে নামে,
দূরে কোথাও শাঁখ বেজে ওঠে।
মনখারাপ আরো তীক্ষ্ণ হয়।
একটা নরম ছোঁয়া পাওয়ার আকুতি
বিবশ করে তোলে ভেতরখানা।
ইচ্ছে করে- কেউ যদি আসে,
ভালোবাসায় মুড়ে দিয়ে যায়
আমার সব ব্যথা, সব কষ্ট!

রাত গভীর হয়।
মেঘগুলো কোন ফোঁকর গলে
ঠাঁই নেয় আমার চোখের পাতায়।
বৃষ্টি নামলে বুঝতে পারি-
সব চাওয়াগুলো পূরণ হলে
শেষ লেখাটা হয়তো আজ লিখতেই হত না !
(26.1.2018)

#49

ফিরে যেতে চাইলেও ফেরা যায় না আর।
অনন্তকাল সাথে হাঁটার সাধ নিয়ে
শুরু হয় যে পথ,
সে যে কখন আলাদা আলাদা বাঁক খুঁজে নেয়,
জানা যায় না।
ছোটবেলার ড্রইং খাতায়,
সমান্তরাল রাস্তারা এক হয়ে যেত
কোনও এক মোড়ের মাথায়।
সেই মিলন বিন্দু হাতড়ে ফিরি আমি,
দূরে... আরও দূরে...
হাজার ছায়াপথ পেরিয়েও যার দেখা মেলে না।
শুধু দু'টো পথের ব্যবধান
ক্রমেই তীব্র হয়ে ওঠে,
আঁকা হয়ে চলে অসমীকরণের গ্রাফ।

পিছন ফিরলে দেখি,
ফেলে আসা পথের বাঁকে বাঁকে
হারিয়েছে সবই-
সুখ, স্মৃতি, সুখস্মৃতি...
নিজের বলে কেউ নেই আর,
কেউ ছিলও না হয়তো কোনদিন।
দিগন্তরেখায় দাঁড়িয়ে হাতছানি দিয়ে ডাকেনা কেউ।
তাই ফিরে যাওয়া বলেও কিছু নেই আমার।

দু'টো সমান্তরাল পথের মিলে যাওয়ার
আশা বুকে বাঁচিয়ে রেখে,তাই,
এখন শুধু হারিয়ে যাওয়ার অপেক্ষা।

(4.2.2018)

#50
অংকেরা ক্রমশই ভুল হতে থাকে।
মনখারাপের শহরে, বৃষ্টিরা
অন্য সুরে ঝরে,
অচেনা তাল, অজানা রাগিনী।
ডাকবাক্সে অপ্রয়োজন অপেক্ষায় থাকা
চিঠিগুলোর গায়ে বসন্ত ফ্যাকাশে হয়।
চেনা সম্পাদ্যরাও আর মেলে না কিছুতেই।

একাকীত্বের একটা নিজস্ব গন্ধ আছে,
মেঘলা দিনের অভিমানী বাতাসের মতো।
সেই গন্ধে নেশা জাগে...
বিষন্নতার নেশা।
পলাশ সেদিন অন্য ভাষায় কবিতা শোনায়,
ঠিক ভুলের পরিমিতিতে গরমিলের মরচে ধরে।

মনকেমনের আয়তন মাপা যায় কিসে?
পরিধি? ব্যাসার্ধ? ঘনত্ব?
কি তাদের একক?

হাজার মাইল হাঁটার পর
চেনা রাস্তারা একবার ভুল হবে কি?
ভুল রাস্তার জ্যামিতি কি আমায়
নিয়ে যেতে পারবে তোর পাড়ার মোড়ে?

এইভাবেই অংকগুলো রোজ ভুল হতে থাকে।
ভুল উত্তর ভিড় বাড়ায় ভালোবাসার খাতায়।
(31.3.2018)

#51
All calculations are yielding wrong results, Repeatedly.
In the tormented city,
Rain falls with a different melody,
Unknown beats, unfamiliar composition.
Spring is fading away on the letters,
Waiting unnecessarily in the mailbox.
Even the rehearsed theorems can not be solved now.

Loneliness has its own unique flavour,
Like the sullen breeze in a cloudy day.
It causes a kind of intoxication,
Of forlorn depression.
On such days, flowers recite poem
In a different language.
And imbalance corrodes the measurements
Of right and wrong.

How to measure the volume of melancholy?
Its circumference? Radius? Or density?
What's their unit?

After walking thousand miles
Down the familiar path,
Can it be possible to take a wrong route?
Can that wrong geometry lead me
To where you live?

Just in this way,
All calculations go wrong, everyday.
And the wrong answers crowd up
My book of love.
(31.3.2018)

#52
বিকেলগুলো আজকাল বড্ড বিষাদ মেখে থাকে।
দুপুরটা গুমরে উঠলে,
মনখারাপের উঠোন জুড়ে বৃষ্টি নামে
এক পশলা।
বৃষ্টি থামলে, সেখানে ছড়িয়ে যায়
অগুনতি কাঁচের টুকরো।
ভাঙা আয়নায় প্রতিবিম্ব খুঁজি-
তোর, আমার, আমাদের ফেলে আসা গল্পের।

ড্রইংরুমের সোফার একলা হাতলে
মাথা রেখে আকাশ দেখি,
নিরলস অলসে, অবিচ্ছেদ অবসাদে।
ওই পুব কোণে একটা ঝড় ওঠে যদি...
যদি উড়িয়ে দেয় সব অভিমানের মেঘ...
যদি হাওয়ায় ভেসে আসে
তোর একখানা চিঠি,
পথ ভুলে, ভুল ঠিকানায়।

কিছু কিছু নাটিকার তো কোনো মহড়া হয় না!
বা কোনও কোনও কল্পনার, চিত্রনাট্য!
(16.4.2018)

#53
কিশোরীবেলার বারান্দা গুলোর
নিজস্ব কিছু রূপকথা থাকে।
লাল-কালো শাণের চৌখুপির 
প্রত্যেকের থাকে কিছু
ব্যক্তিগত সংলাপ,
একান্ত গোপন চিত্রনাট্য।
প্রথম প্রেম, আনাড়ি রং-তুলি...
প্রথম চুম্বন, কবিতা লেখা...
প্রথম ছোঁয়া, লজ্জার রেশ...
সবকিছুর জন্যে বরাদ্দ থাকে
বারান্দার নির্দিষ্ট এক একটা কোণ।
কোনখানটাতে এলে চোখে চোখ পড়ে,
ঠিক কোন খোপটাতে গেলে
মাখা যায় বৃষ্টির গন্ধ-
আমার মেয়েবেলা জানে
সেই সমস্ত খুঁটিনাটি।
পশ্চিম কোণের ওই কালো ঘরটাতে
সে এসে দাঁড়ালে,
তার চোখ ধুয়ে দিত গোধূলির আলো।
আর..আর ওই উত্তর কোণটা,
সে সাক্ষী ছিল প্রথম চিঠির,
দুরুদুরু বুকে।
ওই দিকের লাল খোপটাতে
রোদ আসতো না বেশি।
শিকলের ছায়া জানতো আমার
নারী হয়ে ওঠার কথা।
চৌখুপির লাল-কালো রং
মলিন হয়েছে ধীরে ধীরে,
গল্প গুলোও রং বদলালো কত !
আমার সব অভিমান, ভীষণ প্রেম,...
অপেক্ষা.. বা খুব অনাদর-
সব অধ্যায় নিয়ে বেঁচে আছে
আমার ষোড়শী কালের বারান্দা।
আজকাল সেখানে
মনখারাপেরা বাসা বেঁধেছে।
নি:সঙ্গতা ছড়িয়ে থাকে বারান্দার মেঝে জুড়ে।
ফাঁকা বারান্দায় গমগম করে
নিস্তদ্ধতার তীব্র চিৎকার।
আর আমার প্রেম-
বারবার হোঁচট খায়, ওই বারান্দার
একলা হয়ে যাওয়ার চৌকাঠে।
(22.4.2018)

#54
The balcony of my childhood
Has its own fairy tale.
Each block of the red-black pattern
Has some private dialogues,
Some secret screenplay.
First love, novice paint-brush...
First kiss, writing poetry...
First touch, trail of shyness...
They all had some fixed corners
In that balcony.
From where the eyes
Could meet the other pair,
Standing in which block
The rain could be smelled,
My girlhood knew
All these details.
On that black block
In the west,
He used to come,
And the last sun-rays
Would wash his eyes.
And that north corner,
Had witnessed the first letter,
With trembling heart.
There was not much light
On the red of the other side.
The shadow of the door hook
Knew the story of
My entry to the womanhood.
The red-black pattern has
Faded away gradually.
The stories have changed
Their episodes too.
All my sulks, huge love,
Waiting, or heavy neglect-
All the chapters still survive
In the balcony of my sixteen.
Of late, melancholy has taken
The hold of that balcony.
Solitude is scattered
Across the floor.
The intense sound of silence
Gets amplified in the empty room.
And my love-
It stumbles upon
The barrier of my
Ever-growing loneliness.
(25.4.2018)

#55
সবকিছু বড় দ্রুত বদলে যাচ্ছে আজকাল।
বদলে যাচ্ছি আমি, বদলে যাস তুই।
আঁজলা ভরে আগলে রাখা
তোর মুখখানা-
আজ একাকার হয়ে গেছে
আরও হাজার মুখের ভিড়ে।
অক্ষমতার দায়, নির্ভরশীলতার বাঁধন-
সব বদলে ফেলে,
আমি বাঁচতে শিখে গেছি একা !
আজকাল আর, আমার তোকে
প্রয়োজন হয় না।
বদলে যেতে থাকা ক্যালেন্ডারের পাতায়,
ধুলো জমতে থাকে
ফেলে আসা মাস, দিন, বছরে।
সব বদলে গেছে, তাই কি
আমার জন্মদিন হঠাৎ মনে পড়ে যায় তোর?
আমার এখন তোর কথা ভাবতে বারণ।
তবু জানিস,
কি জানি এক অসম্ভবের নেশায়,
কি এক অকারণ ভালোবাসার রঙে,
গা-ভর্ত্তি সোনার গয়নায় সেজে ওঠে অমলতাস!
কোনও বদল ছাড়াই !
(21.5.2018)

#56
And yet another day ends.
Still there was no phone call
From your city.
Of late, frequent storms hit my roof,
The sullen sky, and the stubborn trees,
Plot up some secret
Conspiracy of silence.
Even the breeze cannot reach
The branches where the flower blooms.
I sit by my window
With emptiness inside my heart.
The sight of the rain
Outside the glass windowpane,
Makes me feel like
I lost my way home.
A few droplets seep into the room,
Bringing back the memory
Of your slow kisses
On my bare back.
They ooze out the sensation
Of your touch,
Through my spine.
And I miss you badly!
The lights on some windows
Across the road,
Seem very disoriented.
I try to imagine
What story is being written
Behind those curtains.
Perhaps they are the happy ones-
Unlike mine.
The pages of the half-open book,
Lying unattended on my bed,
And the steam of the coffee cup
Conjure up your presence
Right beside me.
I touch the rain drops-
Pouring down the windowsill-
Gently, with utmost caressing,
As I used to touch you,
Your fingers... Your hair... Your lips...
I can feel your breath
Right next to my heartbeat,
And I don't want to let you go.
But then, the day ends...
Without you, without your kisses...
Without any phone calls
From your city.
(21.5.2018)

#57
শুধু আকাশ রাখে আমার মনকেমনের খোঁজ।
তুলো তুলো অভিমানের সাজিতে,
শ্রাবণ দিনের চুঁইয়ে পড়া সময়ের ভারে,
বাড়তে থাকে ফেলে আসা মুহূর্তের ঋণ।
ফিরে যেতে নয়,
ফিরে পেতে ইচ্ছে করে।
সন্ধে বেলা ভিজে চুলে বাড়ি ফিরলে,
আনমনা হাত ব্যাগ থেকে চাবি হাতড়াতে ভুলে,
অসতর্কে ছুঁয়ে ফেলে কলিং বেল।
কিন্তু না, বন্ধ দরজার ওপার থেকে
সাড়া আসে না কোনও।
কেউ কোথাও আমার জন্যে অপেক্ষায় নেই!
বৃষ্টির দমক বাড়ে।
ধুইয়ে দেয় শেষ আদরের রাত,
মুছে দেয় সব স্পর্শের স্মৃতি,
ভেসে যায় তীব্রতম চুম্বনের রেশটুকুও।
কারণ, শুধু আকাশই জানে
আমার একাকীত্বের উপাখ্যান।
(25.7.2018)

#58
The sky knows everything
About my despondent heart.
In the vase of my cottonball sulk,
With the oozing time of this monsoon day,
I sink into debt more and more
To those forsaken moments of past.
No more going back,
I long for getting back.
When I return home with dripping hair,
My abstracted, distrait finger
Forgets the usual practice
Of searching key ring inside my purse;
Rather it goes for the calling bell.
But alas!
The closed door does not respond.
Nobody is there...
For me... Waiting...
Nobody is there!
Rain comes more heavily;
Washing away that night of last caressing,
Wiping out all the memories of that touch,
Sweeping away the trail of
Even the hardest kiss!
Because, it's only the sky
Who knows the whole story
Of my solitary heart.
(26.7.2018)

#59
বেশ কিছুটা সময়
খুব কাছাকাছি ছিলাম আমরা-
পাশাপাশি।
অনেক কথা এবং চুপকথারা
ভিড় করে ছিল আমাদের মাঝে।
তাই হাতটা ছোঁয়া হয়নি।
হয়তো একদিন আবার-
যখন ওই পাহাড় নামের মেয়েটা
সেজে উঠবে সবুজ শাড়িতে,
তার শরীরী বিভঙ্গের খাঁজে খাঁজে
আটকে থাকবে এক চিলতে রোদ;
যেদিন তার সুকোমল বুকের খাঁজ বেয়ে
নেমে আসবে জলপ্রপাত,
সাদা মেঘের চাদর মায়ায় ঢেকে দেবে
তার নগ্নতার লজ্জা-
সেদিন আবার আমরা মুখোমুখি দাঁড়াব।
আমি মেঘ হব সেদিন।
ঝরে পড়া কিউমুলোনিম্বাসের প্রতিটা কণায়
একটু একটু করে মেখে থাকব আমি।
সব যন্ত্রনারা সেদিন অন্তহীন অপেক্ষায়
দাঁড়িয়ে থাকবে পাকদন্ডীর বাঁকে,
অনাদরেরা লজ্জায় মুখ লোকাবে;
সব অভিমান অবহেলায় পড়ে থাকবে
অতল খাদের ধারে।
সেদিন হয়ত আবার কাছাকাছি হব আমরা-
পাশাপাশি।
প্রেম এসে ধুয়ে দেবে আমাদের মাঝের
সব দূরত্বটুকু,
মুছে দেবে সঙ্কোচ আর সামাজিকতার বাঁধন।
সেদিন হয়ত...
ধর্ম, নিয়ম, শালীনতার শৃঙ্খল ভেঙে
একটি হাত খুঁজে নেবে
অন্য আর একটি হাতের মুঠো।
(17.8.2018)


#60
For quite some time,
We were together,
Were very close to each other.
Lot of words and some awkward silence
Had crowded up the space between us.
Thus, one hand could not touch the other.
Perhaps one day again,
When the mountain girl would doll up in green saree,
A piece of mild sunshine would ornament her curves;
When waterfall would come down
Through her soft cleavage,
The shroud of white mist would save her of nudity,
We would again stand in front of each other.
That day, I would be a cloud then.
In each and every drop of the
Broken cumulonimbus,
You can find my trace.
All the pain would wait unendingly
At the sharp bend of the mountain road,
All the disdain would hide its face ashamed,
All my sulk would be left in negligence
On the side of the deep canyon.
Perhaps on that day
We would again be together
And would stay very close to each other.
Love would wipe out
The distance between us
And erase up all the constraints.
Perhaps that day-
Breaking all the leash of
Religion, age, ritual and modesty-
One hand could feel the touch
Of the other.
(18.10.2018)

#61
উৎসবের মরশুম মানেই
প্রবাসীদের ঘরে ফেরার পালা,
প্রিয়জনের সান্নিধ্য, স্মৃতির আনাগোনা।
কোনও এক বছর পুজোতে
আমাকে একটা ঘর দিও,
সব মনখারাপ ফেলে রেখে যেখানে ফেরা যায়।
যে ঘরে প্রাণ ফিরে পাবে ভুলে যাওয়া ডাকনাম...
আদরের।
ভোর বেলা ঘুম চোখে,
আমার সদ্যস্নাত চুলের ডগা
আলতো করে ছুঁয়ে নিও গালে।
অলস দুপুরে আমার লাজুক গায়ে
বুলিয়ে নিও আদুর গা।
শাড়ির কুঁচি বেয়ে নেমে আসা প্রেম
গুছিয়ে দিও অপটু হাতে।
পূজাবার্ষিকীর গন্ধ, মুঠো ভরা শিউলির গোছা...
ঘাড়ের কোলে ফেলে রাখা আলগা হাতখোঁপায়,
সহসা জড়িয়ে দিও বেমরশুমী জুঁইফুল।
হলুদ-সাদা ঢাকাই এর অষ্টমীর অঞ্জলীতে
পাশে থেকো সবুজ পাঞ্জাবি।
সারা বছরের দূরত্ব মুছে দিও
এক মুহূর্তের কাছে পাওয়ায়।
এখন আমার ভাঙা ঘরে
বাজে কেবল বিসর্জনের সুর,
সব স্বপ্ন হারিয়ে যায় অতল গভীরে;
ফুরোতে থাকে ভালোবাসার রসদ।
শুধু পরিপূর্ণ হতে থাকে আমার শূন্যতার ভান্ডার। 
(13.10.2018)
#62
Festive season comes with
Homecoming of emigrants,
Presence of the loved ones,
Nostalgia.
Someday, in Durga puja
Give me a home,
Where I would come back
Leaving behind all my pain.
Where the forgotten pet names...
Adoring...
Would be alive again.
At the sleepy dawn
Hold my wet hair against your cheek.
In the lazy afternoon,
Touch your bare body on my shyness.
Organise the love -
coming down through the pleats of my saree -
With your awkward fingers.
The smell of the new Puja edition magazine,
Handful of night-jasmine...
On my casual hairdo over my shoulder,
Wrap some non-seasonal flowers.
During the Ashtami offerings,
Stand by my yellow-white saree,
In a green kurta.
Erase the year long distance,
With the closeness of a moment.
Now, in my broken house
Just the melody of departure is hummed,
All my dreams are getting lost into the deep abyss;
Stock of love is being depleted.
Only the store of my emptiness
Is gradually overflowing.
(14.10.2018) 

#63
এখন চারপাশে তীব্র উৎসবের আমেজ,
আনন্দের ফুলঝুরি, প্রাচুর্যের রংমশাল।
অথচ আমার দেওয়ালের ক্যালেন্ডারের পাতায়,
তারিখগুলো পাল্টে যাচ্ছে চুপিসাড়ে,
অনাড়ম্বর স্বল্পতায়।
নীরব দিনবদলের অঙ্গীকারে।
পাঁচতারার জাঁকজমক যখন ঢেকে দিচ্ছে
মাথার ওপর হাজার তারার ছাদ,
আমার একলা মন একটা সন্ধ্যে খুঁজছে
নুইয়ে পড়া পাইনের আড়ালে।
অবিরাম কথার কলরবে
দিশাহারা আমার গোপন চুপকথারা
খুঁজে নিচ্ছে আরো একটু অন্ধকারের আশ্রয়,
কোনো এক পাকদন্ডির বাঁকে।
আজকাল আর স্বপ্নগুলো সাহস করে দেখা দেয় না,
না-পাওয়ারা বোবা অভিমানে
ফ্যালফ্যাল করে চেয়ে থাকে,
ইচ্ছেগুলো হাতড়ে বেড়ায় আত্মহত্যার উপায়।
কেবল আমার নিভৃত রাত্রিরা জানে,
সকল উৎসবে, সব নির্জনতায়, সমস্ত কষ্টে
একটা মানুষ পাশে থাকুক -
চেয়েছিলাম শুধু এটুকুই।
(10.11.2018)

#64
Presently, there is festive season everywhere,
Firecracker of happiness,
Colours of abundance.
Still, in my wall calendar,
The dates are changing stealthily,
With unceremonious sparseness,
In silent commitment of change.
When the five-star grandeur
Covers up the thousand-starred sky overhead,
My solitary heart searches for an evening,
In the stooping dense of pine.
Stupefied by the relentless conversation,
My quietness is seeking
A nest of bit more darkness -
In some unknown curve of the mountain.
Now-a-days, there is
No more courage to dream,
No more regret for the loss,
My desires started contemplating suicide.
Only my recluse nights know,
I just wanted to have someone with me -
In all my festivals,
In all my solitude,
In all my pain.
(10.11.2018)

#65
সম্পর্করা ঠিক একটা রেলগাড়ির মতো,
যেকোনো স্টেশনে তার থামার সময় নির্দিষ্ট।
শুধু প্লাটফর্ম গুলো সাক্ষী থেকে যায়
লক্ষ হাজার ভাঙ্গনের,
বন্ধনের।
কখন যে আমার ট্রেন
তোমার স্টেশন ছেড়ে গেছে-
খোঁজ রাখোনি তুমি।
কেবল দূরত্ব ক্রমশঃ বেড়েই গেছে।
হয়ত তুমি কখনো এসে দাঁড়িয়েছিলে
ফাঁকা প্লাটফর্মে,
হয়তো বা আমিও হাত বাড়িয়েছিলাম
কামরার জানলা থেকে।
শুধু সময়টা মেলেনি।
ট্রেন তার আগেই ছেড়ে গেছে স্টেশন।
শূন্য, ধু-ধু প্লাটফর্মে,
হতাশ দীর্ঘশ্বাসের বোঝা নামিয়ে দিয়ে
আমিও পাড়ি দিয়েছি দুরান্তরে।
রেলের কামরায় আমার পাশের সিটটা
এখনও ফাঁকা।
আবার কি কখনও সেই ফেলে আসা স্টেশনে
থামবে এই ট্রেন?
প্লাটফর্মে, টিকিট হাতে
তুমি কি অপেক্ষায় থাকবে তখন?
দীর্ঘশ্বাস, হতাশা সব ধুলোয় উড়িয়ে
রাখবে কি শুধুই ভালোবাসার নিশান?
অপেক্ষারা এখনও অপেক্ষায় আছে।
(18.11.2018)

#66
Relationships are just like a train,
Having specific stop at any given station.
Only the platforms remain as witness
Of millions of separation,
Billions of union.
You had never cared for the moment
When my train was to depart your station.
So, only the distance has increased.
Perhaps, sometime, you've come
At the empty platform,
Perhaps, I too had extended my hand
From the window of my compartment.
But the timings didn't coincide.
The train had departed long ago.
Leaving behind the luggage
Of desperate sigh, in the bleak platform,
I had also moved
Towards a far away distance.
In the train compartment,
The seat next to me is still unoccupied.
Will the train stop ever again
At the station once left?
Will you be waiting at the platform
With a ticket in your hand?
Blowing in the dust
The suspiration, the despair,
Will you hold the sign of love?
Once again?
My waitings are still waiting...
(18.11.2018)

#67
নীরব সকল বেদনা যখন,
বেঘোর জ্বরে বেহুঁশ রাত,
ইচ্ছে ছিল পথ্য হবে
মাথার ওপর একটা হাত।
(1.12.2018)

#68
ক্লান্ত বিকেল নুইয়ে পড়ে,
কে নেবে আজ জ্বরের মাপ?
খুব অসুখের প্রহর জুড়ে
সঙ্গী কেবল মনখারাপ।
(1.12.2018)

#69
কতবার কত অজানা রাস্তা, অচেনা পথের বাঁক
অবহেলায় পেরিয়ে এসেছি আমি,
যেখানে আর কোনদিন ফিরে যাওয়া হবে না।
তবু সেই মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকা একলা শিমুল,
বা ঝরে পড়া কিছু রডোডেনড্রনের স্মৃতি
আগুন ছড়িয়ে যায় আমার শ্রান্ত দুপুরের তন্দ্রায়।
ঠিক যেভাবে কিছু কিছু অভ্যেস ছেড়ে যায় না কখনো;
খবরের কাগজের পাতায়
অন্য কারোর রাশিফলে চটজলদি চোখ বোলানো...
বা চানের ঘরে তোয়ালেতে
কোনো চেনা গন্ধ খোঁজার মতো।
আমার বসন্তের মানে-
অবহেলিত শিমুল,
আর দুপুর জুড়ে, রাত্রি জুড়ে, কেবল একলা যাপন।সেই ফেলে আসা পথের বাঁক,
সেই ভুলে যাওয়া রডোডেনড্রন,
এদের মতো আমার শুধুই
একলা হওয়ার জীবন।
(23.2.2018)

#70
Yet another gloomy morning of Delhi winter
Has come to my doorstep.
An impenetrable pillar of fog
Knocked at my balcony.
I looked hard, tearing the dense white curtain,
To find your face,
But the fog had already snaffled everything.
All my dreams, my happiness, my pensive desires,
Faded away into the misty clouds.
I also yearn to disappear
To search for a heart to get some warmth,
To find a hand to caress my ailing days.
I long for a soul to share my stories;
My stories of nothingness,
My stories of love.
But there was only blurring haze
All over my world.
There were only dense fog
And obnubilated memories.
Nobody else will reach this far.
(24.2.2018)

#71
And once again I am writing;
The same story of my loss,
The same story of my nothingness,
And I am writing again to you.
Once again, you are away from me.
Parted from each other,
We are growing as two different souls.
Across the distance between us,
Time is gradually diminishing;
Time, what could be ours,
What could be of togetherness.
I am trying to learn
How to live with
The shadows of leftover memories.
Or am I learning to die?
My obstinate heart
Longs for your love -
Again... Once again...
(23.3.2019)

#72
Every year, on Holi,
I feel broken.
You had promised to play it together,
But you didn't keep it,
Like several others, you made
When you were with me.
The rest of the year -
There are some other stories of heartbreak,
Some other unkept words,
Some other loss and deprivation.
The festival is over.
Oh! There is no more tint of hope left.
In my colourless night,
My eyes get moistened.
And I yearn to have one last look
Of your face.
I will search, then, for the
Happiness in the corner of your eyes.
Will you be able to see the pain in mine?
(24.3.2019)

#73
Tired of sailing through
The storm and turbulence
In the lone sea,
I wanted to cast my anchor
On your shore.
You only thrust me out
To the dark quicksand.
Sank into the deep abyss,
I wanted to shout,
To tell you how much I had loved.
Alas! Nobody could hear me
As my voice got lost in the vast emptiness,
Just like my soul.
Now I am gone.
I am far away from you.
Oh my left behind world,
Don't wait for me.
Once lost, no one should come back again.
(30.3.2019)

#74
If you ever come back,
You will not find me any more.
There will only be
A shattered heart,
An empty glare,
And some discarded poems.
All my fragile moments of love
Integrated into a huge emptiness.
The eyes, once full of warmth,
Now derive the unloving gaze.
The words of promises,
Produce only futile excuses now.
If change is that easy,
Will you be a different person then?
If you ever come back?
(31.3.2019)

#75
I was about to return to my empty house.
As I came down from the cab,
And saw the dark balcony,
My steps got sluggish,
My heart felt heavier than ever;
And I wished I could lose my way
To recede to somewhere else.
Every morning, birds leave their nests
To find their love in the sky.
How many of them manage to come back?
Does anybody care about the missing ones?
Does anybody notice if the number is less
In the next morning?
I reached my vacant room.
Everywhere, there was suffocating vacuum,
And the quietness was deafeningly loud.
No one was there to rejoice on my coming back.
And I wished to be one of those missing birds
To recede to the place where you belong.
(21.4.2019)

#76
There are some evenings when
My locks search for your fingers,
During some tiring metro rides,
My head longs for your shoulder to rest.
Oh dear, I already knew
You would not be there forever,
Then why does your absence wound me now?
I already knew you would leave,
And... you left.
Then why do tears fill up my eyes, now?
As if it will flood up my entire world?
The world, which is now full of vacuum.
Nothing stays for ever.
Oh yes, I already knew that.
But why does your memory still last?
Why does it come back
In some evenings,
During my tired metro rides,
And ever?
(6.6.2019)

#77
Nobody is going to cry
On my leaving away.
I would disappear secretly
Like the tiny drop of mist
On the rose petal.
I've learnt how to hide my tears,
How not to blink
Till they get evaporated
On my lashes.
There were many dampened dreams
In the corner of my moist eyes.
Slowly, the spoiled hopes would
Host stale algae soon.
It's easier to hold a breath
When nobody else is around.
The cushy sigh feels lighter
To heave when in alone.
Still, with your waiting for me
At the railway station,
A faint desire is about to surface
To live again,
To love again.
(14.6.2019)

#78
If you want to know my pain,
Try to listen to my silence
Behind the curtain of
All the worldly cacophony.
Try to decipher the riddle
Of the dried up tears,
Behind my drilled laugh.
Try, for once at least,
To see through my eyes;
Try, if you can reach my heart
Behind all the layers of dismay.
Behind all the humdrum
Try to find my glorious love.
If not now, try to be mine
After I die.
(18.6.2019)

#79
তুমি ইচ্ছেপূরণ হতে পারো?
রাতের আকাশে অকস্মাৎ খসে পড়া
তারাদের মতো?
স্মৃতি জমিয়ে তাসের ঘর গড়ে তোলার
খেলা খেলছি;
মহুয়া ফুলের গন্ধের মতো
নেশাতুর চোখে, তাকাতে পারো
আমার চোখের দিকে?
মুগ্ধতা হতে পারো?
তুমি পারো আলিঙ্গন হতে?
নিস্তব্ধ রাতের মায়ায়, তবে
কবিতা আঁকবো শরীর জুড়ে,
জোনাকির শাড়ি।
অধিকার হতে পারো আমার,
অবলীলায় তোমাকে ছুঁয়ে দেখার?
হতে পারো প্রশ্রয়? স্বাধীনতা?
পরকীয়া প্রেম? গোপন চুম্বন?
আরো একটু বাঁচতে চাই আমি!
ভালবাসারা নিষ্পাপ হয় না,
তুমি শুধু আঙুলের স্পর্শটুকু হও !
(30.6.2019)

#80
Can you be a wish- fulfilment?
Like the sudden wishing star
In the dark night sky?
I am in the middle of a game,
Of building cards' castle
With collected memories.
Can you be the deep elated gaze
To look into my eyes;
Like the intoxicating smell of
The Mahuya flowers?
Can you be the enchantment?
Embrace, can you be?
I shall draw poetry, then,
Onto my whole body;
And wear the fireflies
In the silent charm of the night.
Can you be my right
To touch you spontaneously?
The indulgence, the freedom?
The forbidden love and the secret kiss?
Can you be?
I yearn to live a little more !
Because love can not be purely sinless,
You be just the innocent touch on my fingers !
(30.6.2019)

#81
I shall always treasure the evenings
We share together,
When without words,
We share our souls.
I shall leave a little piece of me,
For you to keep;
In every moments
Of holding hands,
In the gentle press of your fingers
On mine,
In your momentary hug and
Flickering kiss.
Will you remember these
When I shall be nowhere around?
Will you write to me then?
In the loneliest nights,
When you will be
Utterly with yourself,
Will you talk to me?
No! Stop! Don't tell me now!
Let us share our souls
In silence, without words...
(13.7.2019)


#82


These days, it rains
In the early hours of the delicate morning
When I feel the utmost tenderness
Inside my heart.

I wish I can talk to you
At those moments,
But you are too far away
That my words could not reach the distance.

I know you're not mine and
You'll never be,
To see my pain, my sufferings;
My fading love or withered senses.

So, such days, I write.
Because there is no other way
To open my soul up to you,
To show you my wounds,
My healings, or some faint scars.

But I know, if you kiss me then,
Everything will dissolve
Into the morning rain,
Inside my heart.

(18.7.2019)

#83
We decided to walk together,
As you promised to be with me
Till the end, singing along
Amidst the serenity of the mountains.

Now, every morning,
I wake up with a vast emptiness inside,
As everything has gone away;
One after another,
Leaving me deserted, terribly alone.

The sensation of the touch
Of your fingertip,
Now come with a blurry haze.
The city too, where you abandoned me,
Faded away into oblivion, far behind.

Still, some nights,
I dream the impossible !
To wake up in your arms,
To watch the sunrise
On the mountain tip.
Those nights, if sustained till the end,
You could have been mine, forever.

And those nights,
I decide to walk together
With your memories,
And to sing along,
As long as there is love !

(23.7.2019)

#84

We were not supposed to
Love each other, perhaps.
We don't know the reason,
Don't know who played the trick
To bring us together.

It may be the rain
That comes with your smell;
Or, the song, that reminds you
Of me, every time, invariably.
The novel, perhaps, that
Tells about my story, your story !

It could be the road, too,
Which leads to a dream;
A dream that we cherish in secret,
Without knowing the name.

We can't tell this world
We love each other how much;
For everyone will ask the reason then,
And we don't know it.
Oh dear! Let our love
Remain a secret mystery,
As mysteries are marvelous!

What we feel in our hearts
Seems wonderful!
My love, let it be nameless,
For us -
For unreasoningly us !


(28.7.2019)

#85


You are not going to stay
In my story, for ever,
Neither you will write anything
About me, in yours.

Still at some crossroad
Our paths will meet suddenly.
You will give me a quick glance,
Will flash a smile, may be.
And I shall start writing
My own fairy tale,
Knowing there will only be heartbreak
On the last page.
And then the paths will drift apart.
You'll move away,
Because in my story
I have to walk alone.
I shall be waiting till I can hear
Your voice, singing some happy tune.
There will be nobody around,
Except my melting heart.
(01.08.2019)

#86

A humid day it was.
There was a tinge of
Sullen smell in the air;
Of the rain that was yet to fall.
Did it smack of a kiss?
It was as toxic as that, at least.
A phone call roused me up
From the trance.
With your name on the screen,
I noticed that the clouds had
Reached my sunshade, at last.
And the sky had changed
Its colour, with the tint
Same as my yearning for you.
There was no point
Talking to you anymore,
For it would only weary my heart.
Longing for peace,
I set you free with this poem.
With today's downpour,
We are us no more,
Not again !
(6.8.2019)

#87
There are moments when
Only tenderness fills my heart.
I feel a strange kindness inside -
Glittered with light,
Glazed in happiness.
I summon a dream then;
That brings back the illusion
Of a touch, of a kiss, of love.
It paints your silhouette
On my glass window-pane,
And takes me to another time
When there was a sense
Of my belonging, of my being.
There are moments
I wish to be free!
I loose all the happiness,
I liberate all the lights.
Though my heart is still full,
Over a few upcoming siestas,
I shall empty it out !
(13.8.2019)

#88

Home, a distant dream for me now.
I pay occasional visits here,
To collect memories;
To garner the smell of some old books
Bearing your name on the first page, still;
To ruck up the softness of the cushion
That witnessed all my secret weepings.
I pile up snaps, I gather rain,
Cassettes and a few unsent letters;
Childhood toys, stories, laughter;
Songs on the rooftop.
I collect break-up and broken promises too!
For all my pain to shelter in them
After going back to my forsaken nest.
I'll leave some of those for you too.
After all, we all are destined
To be left with only memories !
(17.8.2019)

#89
It's time for another voyage;
It's time for parting,
For yet another time.
My whole life seems like
A futile translation;
It tells only about nothingness,
It restates one void into another.
But then, pain is
The only transcript that remains
In my soul, in everyone's soul.
The story of my solitude
Has no beginning or end.
Whether to look back or move forward -
Nobody knows.
Will you hold me close
Till our eyes meet again?
I can't say that
There'll again be togetherness,
But will you wait for me ever?
The journey brings back
The dream only;
Of all that could have been !
(18.8.2019)

#90
It’s been raining since a few days.
I choose a palette to paint
My  tormented  soul.
A strange emotion envelops my heart
And I don’t know whether
It’s the sadness for my ensuring departure

I mix orange with my longing.

It rained that night too
When I wished to hold on
To the green of the mountains.
I knew if I could blend
A little yellow to my monsoon,
I would be happy again.

Today rain has come again,
With a smell of a farewell.
I stir purple in the crescent moon
And dapple my autumn in blue;
Yes, it’s the time to bid adieu!

What is the colour of separation?
What is the shade of eternity?


(18.8.2019)

#91
Let me tell you a story... Story of a poor girl... The girl has no name... But has a familiar face. You have definitely seen her in your neighborhood, or in your way to office, or may be on the next table in the restaurants, in the city highway, in the muddy road of the village; may be you remember her, may be not; leave it. She doesn't need any name. She just wanted her story to be heard. So, I am telling on her behalf.

The girl was very young then, and was growing up. The signs of being a girl were just appearing in her body. She had pretty long hair since childhood. There was a local barber who used to come to every house in the locality on every Sunday and generally the gents and the kids used to get their haircut done from him. Once, the girl also sat before him for trimming her long hair, as going to ladies parlour or so was quite fancy for her age and time. The barber parted her hair from the middle and brought two parts in the front. On the pretext of combing the hair and measuring the length to trim, he pressed her chest very hard and did that for couple of times more. At that era, there was no teachings on good touch or bad touch. But the girl could sensed it bad. But she could not tell anything to anyone, sensing herself to be at the wrong end. Though she had no idea about the reasons, neither for the act of the barber, nor for her ill feelings. Next time, when her parents insisted her to get her hair trimmed again from the same barber, she refused. She was scolded for that, but she could not tell anything that time too. She was only upset to see that her parents could not understand her, although knowing very well that she was a quite obedient girl who never made any unjust demands. She could not forget the pain, both physical, caused by the barber and mental, caused by her parents for a long time.

She was grown up a little more. Now, she was 12-13 years of age. She was to perform her dance recital in Kolkata. She had to go for rehearsal frequently. Once, she was travelling by local bus with her maternal grandfather in Kolkata street to reach the rehearsal venue. She got a seat in the window corner but her grandfather did not. The bus was very much packed up. She was looking outside the window, thinking about the upcoming performances. Suddenly, she felt something on her palm. A man standing in front of her was rubbing his male genital on her hand. She felt horrified but could not scream. She searched for her grandfather in the crowd but couldn't see him. The man, though withdrew himself at that moment, started doing the same some time later. The girl was too innocent to understand what was going on and why. Thankfully her stop arrived and her grandfather called her up to get down. She felt so dirty, again without apprehending the reason, that she could tell nothing to anybody else.

A few more years passed. The girl was 15-16 by now. Once her family planned for a short trip nearby and one of their family friends was also to accompany them with his family. He was a friend of her uncle, her father's elder brother. On the return journey, they had a halt somewhere in between for lunch. They were having some rest after lunch in a guest house. Everyone was scattered here and there sharing two rooms among themselves, as they had to leave in a few hours. The girl was having a mild fever. That uncle on the pretext of checking her temperature, touched her neck and gradually slid his hands inside her kameez. By This time, the girl became a bit more matured. She immediately got up and get out of bed and went to the other room where her mom, aunt and wife of that uncle were there. This time again, she kept mum, as she couldn't believe her own senses that, that uncle could do what she had just experienced.
A few years later, both the families were making similar trip plan. The girl sternly refused saying she would not go if that uncle was to accompany. Again she got scolded pretty badly. She still could not tell her parents why she was refusing. As their parents were not convinced, she told the previous incident to her boyfriend and requested him to convince her mom. Her boyfriend had spoken to her mom. After that, although her mom didn't insist her for going, the girl was utterly shocked to see that her mom never brought up the issue to anybody else, not even to her father. Once again, she felt herself at the wrong end.

In the meantime, there was another story in her life. She was in her graduation and started having a love affair. The boy used to live at a far away place and their relationship was based on phone calls mostly. In fact, the first formal proposal was over phone only. After a few months of their courtship, they could finally meet. It was a not so populated place, they were just roaming around, enjoying the first touch of each other's hands. It was about to start getting dark and they decided to leave the place. Suddenly 3-4 men came and started using abusive language to them. By that time, everyone else, who was there till some time ago, had left. The boy tried to tell them that they two were just about to leave the place and requested them to let them go. One of those men held the girl's hand and molested her, threatened to rape her. The boy pleaded them to let them go, to leave the girl, offered them all the money he was having, which was not much though. Finally they left. The girl could not speak for a long time. Even to shed first drop of tears, it took her a few hours. It was a December evening. Still after returning home, she was under the shower for hours as she felt herself so filthy, so unclean. That trauma became so deep rooted that even today, so many years after that evening, the girl still feels a little terrified inside to travel alone in dark.

There are several incidents of humiliation everywhere, while boarding the train, while getting down from the bus, while walking on the street and where not? She lost count by now!

But what shattered her completely, that were her experiences from her most loved and trusted ones. Once from her ex-boyfriend; who became intimate with a promise of a lifelong relationship but afterwards termed their bond as nothing more than friendship. She could not understand, if it was only friendship, why the boundary could not be maintained then. But obviously, there was no answer for her question. And then again she experienced the similar thing from the person she had respected the most in her life, even more than her parents; whom she relied upon even more than she did on God. She could not understand whether it was her innocence, or her foolishness to express her trust and regards what were interpreted as her vulnerability, or it was just her ill fate which led him to violate her physical integrity with his fake love and affection. The girl, even after growing up so much and after seeing the darker side of this world for number of times, could not learn not to trust people blindly. She could not rectify her tendency to get emotionally involved with everything so easily. Perhaps she was dying inside for a touch of love, for someone to call her with affection that even the slightest bit of care moved her much. So, when he kissed her, slowly undressed her, touched her everywhere, she couldn't stop him, neither herself. Initially it was not out of love, may be due to the image she was carrying inside her heart of that man. Later on, moved by his "I love you" on many occasions, she started feeling the softness in her soul. She finally replied him with a "I love you too". And then came the blow. He decided to stop treading on the path. Of course, he had justifications to defend himself ! In none of the occasions, they bothered to look into the soul of the girl. The girl asked them on respective occasions, whether they truly love her. And on both the occasions, she received a lie in response and that too even in the most intimate moments. She could not believe they could tell her lies at the moments when she was surrendering herself completely to them, trusting them to the ultimate level. And as usual, the girl kept her silence. This time because she had loved them so genuinely that she could not do any harm for them.

What's the most strange part of the story is that the girl still wishes to have someone in her life who would come and caress her with such pure genuineness, that all past shadows will be removed. She believes true love can never be platonic, because even the touch of the skins helps in building the bridge between the souls. But she  really wishes love to be the first pillar of that bridge. It hurts her terribly to find men to lust for her body only. She craves for a pure touch, over her hand, her palms, her face, neck, shoulder and all over, which can erase all the past dirty feelings.

May be, she is a born fool and will die fool.
26.8.2019

#92
I want to tell you, that
I'll keep only the beautiful memories
You've given me.
I'll keep only the brightness of the day,
Although I know it'll be dark in a few hours.

I'll keep only those dreams
You were in,
Putting all those bleak nights aside.
I'll keep your breath,
The fragrance of your perfume,
And will forget all those daze
You have left me with.

I'll keep the summer,
Though it's going to be
Autumn soon;
There will be no more of togetherness,
And we'll fall under the haze of oblivion.

I want to tell you,
I'll keep some of your touches
Close to my heart.
I'll believe in your words only,
Though I know,
Trust is just a superficial idea,
With boundless lies hidden beneath.

3.9.19

#93
Come to me,
Before it's too late.
All the colours in my canvas
Will get dry soon,
The dense morning fog
Will soon cover up my window
With an impenetrable gloom.
If you come after that,
You will find this discarded page -
With these aimless doodles
As the last trace of mine.

Come back to me,
before the warmth of your lips
Turns cold onto mine.
The memory of your touch has already grown faint,
The smell of your white t-shirt
has started eluding my pillow.
If you don't come now,
The broken frame of my specs
Will offer a loveless stare only.

So come back, my love,
Come back to me -
Before I learn to live without you,
Before I learn how to die alone.

14.1.20

#94
Will you love me
For a little while today?
I promise, I won't hold any more sulk
In the coming winter,
Not even when there will be fog,
Not even if my coffee cup stop steaming
In waiting.
Shall forgive you even for
Forgetting my birthday thirteen years ago.
I promise you that.

Will you go to see the Kanchenjunga together,
With me, for once?
Will you share with me
The thrill of watching the first light
Touching the elegant majesty?
Trust me, I shall, then,
Float all my grudge
With a paper boat on the rainy day.
Shall not pull a face even if
You don't bring me chrysanthemum
For my braid.
Trust me.

Will you love me for a little while,
Today?
One kiss? Just one?
I promise, I won't write about death any more.
I promise.

6.1.20

#95

আজ একটু ভালোবাসবে আমায়?
কথা দিচ্ছি, তবে আর সামনের শীতে
কোনো অভিমান জমিয়ে রাখব না।
কুয়াশা হলেও না,
অপেক্ষা করতে করতে কফির কাপের
ধোঁয়া ফুরিয়ে গেলেও না।
তেরো বছর আগে আমার জন্মদিন ভুলে যাওয়ার শাস্তিও
মকুব করে দেব, কথা দিচ্ছি।

একবার আমার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবে?
সূর্যের প্রথম আলো যখন জাগিয়ে তুলবে
ওই শান্ত, গম্ভীরকে,
সেই শিহরণে সামিল হবে তুমি,
আমার সাথে?
সত্যি বলছি, সব রাগ ভাসিয়ে দেব
বর্ষার জলে কাগজের নৌকোয়।
যদি আমার খোঁপার চন্দ্রমল্লিকা না এনে দাও,
তাও মুখ ভার করব না তবে,
সত্যি বলছি।

আজ একটু ভালোবাসবে আমায়?
একটা চুম্বন? শুধু একটা?
কথা দিচ্ছি, আর কখনও মৃত্যুর কথা লিখব না।
কথা দিচ্ছি।

6.1.20

#96
You wanted me to write about
Joy, hope and life,
But I failed.
All my scribblings have become
The plaintive rendition of my pain.

Nihility is crowding up my room
With suffocating emptiness,
The silence produced much noise-
So deafeningly loud
That it ached my soul !
And I wanted to escape !

So I walked, walked and walked-
Aimlessly, through the city highway,
Through the mountains, the forests.
I crossed the lush green meadows,
And the valleys;
On rocks and pebbles.
I soaked my feet in ice-cold river
And headed towards the turquoise ocean.

I wish to leave for you
The light and the dream;
The dream about joy, hope and life-
Which I've secretly preserved for you,
Oh my love, for you only.

Will you remember me if I'm gone?

5.1.20

#97
খুব শীঘ্রই আমার দেওয়ালে বদলে যাবে
দিন-মাস-তারিখের হিসেব।
বদলে যাবে আমার চোখের জলের রং,
বদলাবে আমার ধুসরের গাঢ়ত্ব।

নতুন বছর আসছে।

আমি এখনো হাতড়ে বেড়াচ্ছি অন্ধকার,
তলিয়ে যাব বলে;
দুমড়ে, মুচড়ে, গুমরে মরছি,
ভাঙছি, চুড়ছি,
নামছি, ঘামছি।
ঘামতে ঘামতে নামছি।

এর শেষ কবে? কোথায়?

পাওনার দস্তাবেজ শূন্যই থাকল।
তা থাকুক,
আমার ভাগের সুখটুকু নিয়ে
তুমি গড়ে নিও তোমার ভাগ্যের আড়ম্বর-
জমকালো নতুন ক্যালেন্ডারের পাতায়।

আমার ধুসরের গাঢ়ত্ব বেড়ে চলেছে, চলেছে...
চলেছেই....

30.12.19

#98
My world is too far away from yours,
That nothing can reach this distance;
Not you, not even your message.
The separation is increasing steadily,
Like the unattended crack
In the old wall of the backyard.
And I could sense a chilling loneliness
Inside my heart.

I try to search for your smell
Everytime I breathe.
I struggle hard to hold a grip
On the blues of the ocean,
Because it's only the memories
We have in common between us.

I am nowhere in your daily schedule,
Your clock does never remind you of me.
Your promise of coming back to me,
To love me and kiss me,
Is fading out too,
Like the dreams in the corner
Of my forlorn eyes.

But I use the last bit of my effort
To remember the warmth of your hug.
Because it's only the memories
That bring you back to me,
Overcoming this insurmountable distance
Between us.

28.12.19

#99
I am gradually losing ownership
Over my dreams,
Memories have started departing,
Slowly; like the colours from
The trees and leaves and the life of mine,
In these gloomy winter days.

The morning fog hangs
A thick curtain over my balcony,
Shutting me off from
The merrier world beyond it,
Where you belong to.

I have been waiting for you,
With an oceanfull of love
In my eyes,
And the warmth of coffee in my soul.

I'll leave my footprints there,
In the hazy moonlight outside my door,
Till it gets wiped out
By the fresh dew next morning.
And I'll wait for the love
To speak about returning home,
Before that.

28.12.19

#100
#The_Blue_Umbrella(2)

You're gone.
Leaving me alone, You're gone.
It feels so old as a pain;
Though I know it all too well,
That my blue umbrella
Can never hold enough rain -
To wash out all my longing,
To wipe away all my solitude.

I remember how I used to love
To go into the rain.
Now it's been long since
I touched the raindrops
With the tip of my finger.

I keep on walking...
Through the fallen souls of
Yellow chrysanthemum,
Crisp orange of the dried maples
Beneath my tired feet,
Under the shelter of my blue umbrella
Over my head; And I am lost.

I don't know how to find my home,
As you're gone; Leaving me alone.
It feels so old as a pain,
That I want to stop, for a moment or two ...
For a little warmth, and love may be.

Though I know it all too well,
That the shine of my blue umbrella
Will fade out soon.
But my lone heart will still remain unloved.

8.12.19

#101
# The blue umbrella

You're going to be away from me;
To another country,
To another timezone.
Though even otherwise we wouldn't have met,
We wouldn't have talked,
Wouldn't have even seen each other,
Still, my heart is aching now.

When you kissed me to bid goodbye,
I wished if it could rain,
For a little while,
To hold on the togetherness
Behind the shelter of
My dear old blue umbrella.

Though it could not hold enough downpour
To stop the clock, to stop the traffic,
To stop your going away,
Still I longed for the warmth of your lips
On mine, to linger on;
Till you are with me again.

I wish my blue umbrella
Could bring enough sunshine I needed,
Could canvas my wishful thinking,
So that I can love and kiss you
Forever.
6.12.19

#102
Have you ever seen the melancholy?
The mirror says she resembles me.
Similar complexion - not so fair, nor too dark,
Clumsy attire, untidy hairdo.
Just like me.

Well, what are her eyes like?
Deep? Does she apply kohl?
Does it rain from it
On the lonely nights?
Like me?

Alas! Perhaps she too was in love !

The dead memories
Live in the dreams.
To collect the grains of moonlight
From the wings of the firefly.
We stay awake;
Me, and my melancholy.

We now sleep on the same pillow.

5.12.19

#103
তুমি মনখারাপকে দেখেছো কোনোদিন?
আয়না বলে, সে নাকি আমার মতই।
শ্যামলা গায়ের রং, আলুথালু আঁচল।
এলোমেলো বিনুনির যত্ন নেয় না সেও।

আচ্ছা, তার চোখ দুটো কিরকম?
টানা টানা? কাজল পরে?
একলা রাতে বৃষ্টি ঝরে?
আমার মতন?

সেও বুঝি ভালবেসেছিল?

মরে যাওয়া স্মৃতিগুলো
বেঁচে থাকে স্বপ্ন হয়ে।
জোনাকির পাখা থেকে
জ্যোৎস্না কুড়োব বলে
জেগে থাকি আমরা;
আমি, আর আমার মনখারাপ।

আমরা এখন এক বালিশেই শুই।

- পর্ণা।

#104
The unseasonal rain today
Painted my window with
Some marbles of melancholy.

I dragged my ragged body, and
The careworn soul
To my empty house;
Holding back my tears.
The suffocating emptiness was all
To welcome me there!

I wanted you to come -
To caress me, for a while at least,
I wanted to cry incessantly
Till I could find a tranquil repose.
And I wanted to tell you this.
But I didn't, for I didn't want
To lose you yet again.

So I waited, for my window
To get fogged up enough
That nobody could see my tears.
I knew all those tiny drops
On my window pane
Would dry up,
But the story how you'd hurt me
Would still remain untold.

27.11.19

#105
The season of dull gloominess
Was closing in to my bedside window.
In the somber afternoon
I looked into the sky,
But it didn't give me
That degree of blue I needed -
To repaint the pebbles of my
Fading memories; the happy ones.

I wondered to recall those moments of past,
The traces of which I had mistaken
To be dead by now.
Why didn't I forget them yet?

I felt so tired inside my heart
That I wanted to get lost
Into a deep slumber, now.
I knew, had I tried really hard,
I would have buried all those moments of past.
Perhaps I had never tried at all.

Perhaps I find a subtle pleasure
In my aching sadness,
An elusive joy in my
Failed longing for you.

23.11.19

#106
The trees lined up outside my home
Have turned sorely naked
With the approaching winter.

Every leaf of the fall
Has its own unique colour,
Own sorrows, own stories to tell,
Of love and separation,
From the last spring;
They held secretly so far.

Just like mine.

Now the violent north wind
Rips apart their modesty,
Exposes all their secrets.
As nobody really cares,
They don't express their pain.

Just like me.

If I listen hard
In the deep of the night,
When everyone falls asleep,
I can hear them crying.

Just as I do.

My solitude has no colour.
There is only a dull, desiccate hollow
Inside my heart.
I don't dream of another spring any more.

Unlike those bare tress outside my home.

17.11.19

#107
It was a blissful evening,
On the bank of a mountain river.
I was alone with myself,
And with a book.
You name written on the first page
Was getting blurred,
As my glasses were fogged up.
I don't know whether it was due to
The mist, or sorrow.

I longed for some warmth;
Of coffee, of love, of you !
--

I shall leave my shadow
On this lush green meadow,
For you to find me
If you come back again.

The snow capped mountains
On the backdrop,
Will protect our nearness.
Perhaps we will not see
Each other again,
Perhaps we will never hold our hands,
But the beautiful moments
We share now
Will always be framed in this shadow.

If you touch the grass,
With gentleness of your fingers,
You can feel my heart right here.
During the blissful dawn,
You can see me smile
In the reflection of the peaks
On calm water of this lake,
If you gaze deep in love.

Oh dear, leave your shadow too,
Beside mine,
If you ever come back again.

- Parna

#108
I was chasing after
A half-forgotten dream.
Where I was on a journey-
On a train perhaps-
To you, alone.

It was night.
Raindrops were splattering
Some forgotten words of love
On my window,
Villages, asleep outside my compartment,
Were getting blurred.
They were bringing back
Memories of some forgotten afternoons
Of walking together;
When I didn't hold your hands,
When you didn't buy me chocolate
Or flowers,
When we didn't speak anything  about love.

We lost those hours, and minutes and seconds,
And now, we are gone.
I wished this journey
Not to get over,
So that I could disappear
Into the depth of the night.

But it was only a half-forgotten dream
I was chasing after.

-Parna

#109
A sunless morning it was.
I woke up, but the gloominess
Was closing in to my eyes.
The absence of your touch
Was felt so abrupt,
Because it was only last evening
When I held you close to me;
We kissed each other,
Our bodies melted into oneness,
With the warmth of our souls.

Today that nearness is gone,
Lost is that warmth.
Solitude is enjoyable not anymore.
Loneliness smothers my heart
Like a constant ache.

I want there be no goodbye to say
When we meet again,
And my relentless longing-
For you -
To come to an end;
Irreversibly.

-Parna

#110
The crispy sky,
The cotton ball clouds,
The flaming hues of the sunset,
Reminded me of home;
Home, that I had left long ago.

It's never easy to go back.

I was strolling by the lake.
The cool evening breeze
Brought me back
A long-lost fragrance of sorrow.
I gazed deep into the tiny ripples,
Trying to retrace the silhouette
Of the face; from my fading dream.

It'll take me to nowhere;
Oh! My foiled endeavour
To holding on to memories.

-Parna

#111
All my nights in love,
All my days of delight,
Was it all waste?
Well, it takes every bit of my existence
To believe that.

I still feel the thirst
To grab his arm
Close to my bosom,
I still hanker after his shoulder
To rest my head; to cry upon.

Oh! It seems I need
A ceaseless dream
To hold on to everything
Which is gone!

It's time to sell out my soul,
Now it's completely empty.

-Parna

#112
I reached the junction
Where the road takes a bend
And stretches further;
Before it disappears into the horizon.

I felt a sudden gust of loneliness.

A thick layer of sorrow
Blanketed my heart,
I craved for your presence
Right next to my heartbeat,
Gravely.

Only tears rolled down my eyes.

You are surrounded by love, now;
Laughing, singing, revelling.
At this exact moment,
I search for a little more darkness,
To take refuge
In my weeping pillow.

-Parna

#113
Love demands externality,
Emotion wants its expression.
When your lips stop
At the secret mole on my navel,
When your restless fingers
Play with the tassel of my blouse,
I want to whisper in your ears -
I Love you .... I love you....

Love cannot be measured
By the size of my bridal bangles,
How narrow is the stroke of the vermilion
On the parting of my hair,
Does not show
The unfathomable depth of my love.

I want to call you by your name,
To address you in an intimate way.
Not with the silent language of your eyes;
If you really love me,
Express it in a loud voice, with a clear pronunciation;
Say it in front of the whole world
That you love me.

And say it again and again....

-Parna

#114
ভালবাসা বাহ্যিকতা দাবি করে,
প্রেম চায় তার বহি:প্রকাশ ।
আমার নাভিমূলের গোপন তিলে
যখন থমকে যায় তোমার ঠোঁট,
যখন তোমার অশান্ত আঙুল
খেলা করে আমার ব্লাউজের লটকনে,
আমি কানে কানে বলতে চাই -
ভালবাসি.... ভালবাসি....

শাঁখা বা নোয়ার মাপে ধরা যায় না প্রেম,
সিঁথিতে সিঁদুরের রেখা
ম্লান হল কত -
তা বলে দেয় না আমার ভালোবাসার
অতল সীমা ।

আমি নাম ধরে ডাকতে চাই তোমায়,
তোমাকে " তুমি " করে বলতে চাই ।
নীরব চোখের ভাষায় নয়,
যদি ভালবাসো,
দৃপ্ত কন্ঠে, স্পষ্ট উচ্চারণে
সারা পৃথিবীর সামনে আমাকে বোলো সে কথা -
বারবার ....

-পর্ণা

#115

“Fidelity: The bond of loyalty and faithfulness we maintain with our spouse.
Fiduciary: The bond of trust we maintain with our employer.”
You had taught this in the class, and I was so immensely impressed with the lucidity of the expression and example. Well, this was not the first time I was impressed though; It was there when you told me you presented a big teddy bear to your wife what she had dreamt of since long as valentine's day gift, it was there when you brought your son to the office and explained various classical dance forms in reference to my Odissi performance in the 15th August celebration, and there were numerous other instances. Gradually you became like a God to me, who is the manifestation of goodness, who is impeccably perfect in every walk of life; as a faculty, as a husband, as a father, and as a guru. Yes, I had given you the place of almighty in the core of my heart. I also considered the office as a temple because you were there, as the God I had worshipped!
It reminds me an incident from my childhood. I was in my school days and used to be a huge fan of cricket. South Africa was doing great at that time in the world cricket platform and the Captain Hansie Cronje was the epitome of greatness, honesty, devotion and everything. Suddenly the news came that, that captain Hansie was involved in betting and he had confessed that too. Being a believer of truthfulness from the very childhood, I was completely shocked with the news and could not actually express how I had felt. Me and my cousin brother (who is more like a friend than a brother, and with whom I had shared my entire childhood, along with this cricket fanaticism) were literally dumbstruck. Next day morning, Anandabazar Patrika (the leading Bengali newspaper) had covered the story citing the Headline from one of the leading newspapers of South Africa: “You too, Hansie?” Yes, just in similarity with Brutus. And I found these two words, “You Too”, as the actual expression of what I was feeling; the mixture of anger, disbelief, mistrust, pain, shock and so many other emotions. Before that, I had not realized the true meaning of Julius Caesar’s statement.
Today, I am again feeling exactly the same, and today again I find only these two words to express my emotion: “You too”? I trusted you like I had done never before, as my strength, my support to heal the pain. But why did you come only to open up the wound? I am again saying that I had given you the place of the God, then why did you fail miserably to maintain the standards of a normal human being? Why did YOU do the same thing as everyone else? Why did you fail to maintain the example of fidelity relationship what you had taught me and hundreds and thousands of others?
Well, let me accept my fault as well. Though I don’t need to explain myself, or prove anything, still I have to say something, because truthfulness and honesty have always been my first priority in life. In every walk of my life, I try at least to be honest and truthful, and whenever I feel I can’t remain honest anymore, I choose to walk out of it; be it my studies, my dance, my work, or my marriage ! Whenever I found it difficult to maintain the desired level of honesty, I chose to leave the space, because I can do anything but being dishonest. So, here, I accept my fault as well; I knew from the very beginning that you have a family, so I should have stopped you from being close to me, both mentally and physically. But I could not. It is difficult to explain, but it was only you who had shown some concern for me, who had shared some of his time with me, and honestly speaking, I could not ignore that. In this entire world, it was only You who were there for me at that time! I was so deprived of care and love, even of the human touch and that too for so long time! So, yes, I accept, I could not stop you when you touched me, when you kissed me, when you told me you loved me! Because that meant a lot to me at that time, and I was so overwhelmed and so carried away. And yes, I was so delighted with someone's presence in my life, that I could not even stop myself even after knowing everything. How can I forget about the Maslow's need theory what you had taught me only? It was only you who had taught me that these are the basic needs that need to be fulfilled, to be loved and respected. Sometimes I asked you to stop this wrongdoing; Sometimes, I wondered why you had been doing this to me when you already have everything perfect in your life, with lovely family, loving wife, beautiful kids and I had nothing? Then why had you been shattering my life? I did never get the answer. But I can be truthful enough to accept my faults. While you had lied in front of your wife, may be to save your image, that I am not being truthful, I only felt pity for you; that being one of the best teachers on behavioural topics, you failed to judge my basic behaviours. Believe me, I don't give a damn to my damn image, and I can not tell a lie just to save this in front of the world.
Okay, since ultimately you had blamed me for everything, I accept that too; after all, YOU are still the GOD to me, and Gods have this right to construct or destroy everything. If you had chosen for the latter, it’s fine ! Perhaps, it was my fault also to expose my vulnerability to you, what you had taken as the medium to exploit. May be it’s something else. But whatever it is, it’s okay. I could have taken many remedies, social or legal; But I chose not to. Because I was honest to my emotions and I will always be! I also chose not to disclose your name, as I know you are like the God to many other people, the count may be in thousands; I don’t want to shatter their belief, and I don’t want them to ask you the same question: “You Too?”
-Parna

#116

These days, twilight comes a little late-
Mostly when I return from work.
The sky gets pied with soft pink,
With a tinge of saffron here and there.
And it takes me to another time,
To another city that I left long ago.

In my imagination,
I walk along the busy street.
The crowd, shops, Street food vendors-
Everything is so known to me,
Yet I feel so stranger,
And absolutely alone.

As the evening falls, the old pavements
Get some dim yellow lights,
The birds hurries back to bony trees.
There is a cacophony of mixed noise
All around-
But I can feel a thick blanket of silence
Inside my heart, for a moment,
With the sound of an old music
Drifting through the soul of the city.

Suddenly all my trance is sliced
By the honk of an overcrowded bus,
Cursing my aimless walk;
And I come back home.
I know what I see is just a dream,
And dreams never come true.

- Parna

#117

Soon on my wall, 
The calendar will change
All the count of day, month and date.
Will change the color of my tears,
The shades of my gray will change.

A new year is coming.

I'm still searching in the dark,
To go down to the abyss;
I am coiling and twisting my own soul and dying inside.
Broken and crushed,
Am going farther down and I am sweating.
I continue my journey
Drenched in sweat.

When is the end of it? And Where?

The account of gain remained nil.
Let it be.
With my share of happiness
You decorate your own destiny -
In the bright new pages of the new calendar.

The shade of my gray is darkening...
Gradually... continually...

No comments:

Post a Comment