#8
জানি তুই কোথাও নেই।
তাও আমার ঘুমবিহীন রাতে
চোখের নিচের জমা অল্প কালিতে
শুধু তোকেই খুঁজছি।
খুঁজছি তোকে কবিতা লেখার খাতায়।
চোখের জলে ঝাপসা হওয়া অক্ষর গুলোর মতই
তুই আজ অনেক দুরে।
বাসী নেলপালিশের পরতের মত
তোর নাম আস্তে আস্তে মুছে যায়
আমার না পাঠানো চিঠি গুলো থেকে।
তবু আমি তোকে আঁকড়ে রাখি,
গভীর রাতে ঘুম ভেঙ্গে যাওয়া
কান্না জড়ানো পাশবালিশ টার মত !
নতুন জুতোর ফোস্কা হয়ে
আজও আছিস তুই।
একটা চিনচিনে ব্যথা -
খুলতে গেলেই ... পড়তে গেলেই।
শুধু সেই চেনা আঙ্গুলের আদর টা
আমি আজও খুঁজছি।
একটা প্রেমের রূপকথা লিখব বলেছিলাম আমরা।
সেই অসমাপ্ত রূপকথার
শেষ পাতাটাই খুঁজছি আমি।