Thursday, October 20, 2016

prem #7

#7

শেষ বেলার রুপোলি আলোয়,
সোনালী স্বপ্নের ছায়া মেখে
এক নি:সঙ্গতার সুর ভেসে আসে।
যে গোপন কান্নারা শুকিয়ে গেছিল
অনাদরে... অবহেলায়....
আর্দ্র প্রেমের স্পর্শ পেতে
আবার জীবন্ত হতে চায়।
হঠাত খুঁজে পাওয়া কোনো
হাতল ভাঙ্গা কাপ....বিস্মৃতি মাখা...
পুরনো বই এর ভাঁজে ঘুমিয়ে থাকা
কোনো না পাঠানো চিঠি,
তীব্রতর করে তোলে নীরবতার সোচ্চার হাহাকার।
তবু রোজকার কর্মব্যস্ততা,
গাড়ির শব্দে ভেসে যাওয়া শহুরে রাজপথ,
কাফেতারিয়ার ধোঁয়া ওঠা কোলাহল,
ভেঙ্গে খানখান করে দেয়
আমার জমাট বাঁধা একাকীত্ব।





No comments:

Post a Comment