Wednesday, November 23, 2016
Sunday, November 20, 2016
prem #12
#12
আবার বুঝি বসন্ত এলো।
রাতজাগা একলা চোখের কোণেে জমে থাকা শিশির কণারা
তাই নতুন স্বপ্ন দেখে আজ।
ঘরে যত্র-তত্র ছড়ানো পুরনো বই এর স্তুপ।
তার-ই কোনটার ১৮-১৯ পাতার ভাঁজে
লোকানো গোপন চিঠি টার কথা
আজ হঠাত মনে পড়ে যায়।
তাতে কি আজ আছে তোমার হাতের ছোঁয়া?আর সেই পুরনো গোলাপ টা?সেটা যেন কোন বই তে রেখেছিলাম?তার গন্ধই বুঝি ভেসে আসে আজ... আবার..
তার-ই কোনটার ১৮-১৯ পাতার ভাঁজে
লোকানো গোপন চিঠি টার কথা
আজ হঠাত মনে পড়ে যায়।
তাতে কি আজ আছে তোমার হাতের ছোঁয়া?আর সেই পুরনো গোলাপ টা?সেটা যেন কোন বই তে রেখেছিলাম?তার গন্ধই বুঝি ভেসে আসে আজ... আবার..
আবার বুঝি বসন্ত এলো।
এক অবাধ্য দখিনা হাওয়ায় এলোমেলো শাড়ির আঁচল।
জমানো অভিমান ধুলোর আস্তরণ মুছে ফেলে
বৃষ্টি হয়ে ঝরতে চায় আমার বুকে।
আমার সব একাকীত্ম, সব যন্ত্রনা ধুয়ে মুছে যায়।
যত দুরত্ব, যত কাছে না পাওয়া -
সব মিথ্যে হয়ে যায়..
থাকে শুধু পুনর্মিলনের আশ্বাস।
বুঝি এবার বসন্ত এলো !
prem #11
#11
ঝড় উঠলো কি?
নাকি মনের আকাশে স্মৃতির আনাগোনা ?
আলুথালু হাওয়া এলোমেলো করে দেয়
আমার সযত্নে গোছানো সংযম।
বুঝি বৃষ্টি এলো।
জানলায় অতীতের তীব্র করাঘাত
ভেঙ্গে দেয় আমার সকল ব্যাকুলতা,
আকুল মন শুধু তোমায় ছুঁতে চায়।
এ যে ভূমিকম্প !
নিমেষের আঘাতে সব ভেঙ্গে চুরমার
সুখস্মৃতি আজ শুধুই ধ্বংসস্তুপ।
অবুঝ মন তাও কেন ভালোবেসে যায়?
Wednesday, November 9, 2016
prem #10
#10
বইমেলার মাঠে....
বলেছিলে- "ঠিক সাড়ে পাঁচটায় দাঁড়িও" ।
সব কৌতহলী দৃষ্টি, সব কোলাহলী জনতার ভিড়ে
একা আমি অপেক্ষায় থেকেছি-
আধ ঘন্টা, এক ঘন্টা... আরো কিছুক্ষণ...
তুমি আসনি।
তুমি আসনি।
আজও বইমেলা যাই,
কেউ দাঁড়াতে বলেনি,
কারোর অপেক্ষাও নেই,
তাও কখন যেন ঘড়িতে চোখ চলে যায় -
সাড়ে পাঁচটা বাজে !!
prem #9
#9
I was talking to your absence
in my tired afternoon siesta.
In my deepest desire,
I wanted to touch, to hold
forever, what was gone.
I poured out everything from within
just to feel -
what was never mine,
and what will never be !
forever, what was gone.
I poured out everything from within
just to feel -
what was never mine,
and what will never be !
It was felt like an endless dream.
And it seemed I reached so close !
I was just about to hold you
in my arms, and
I was never going to let you go.
I wanted to scream...
to ask you to love
and kiss me now... and always.
But all I got was your absence !
And then, the telephone rang.
the scorching heat of Delhi summer
reminded me to forget,
what was never mine
and what will never be !
Wednesday, November 2, 2016
Subscribe to:
Posts (Atom)