#12
আবার বুঝি বসন্ত এলো।
রাতজাগা একলা চোখের কোণেে জমে থাকা শিশির কণারা
তাই নতুন স্বপ্ন দেখে আজ।
ঘরে যত্র-তত্র ছড়ানো পুরনো বই এর স্তুপ।
তার-ই কোনটার ১৮-১৯ পাতার ভাঁজে
লোকানো গোপন চিঠি টার কথা
আজ হঠাত মনে পড়ে যায়।
তাতে কি আজ আছে তোমার হাতের ছোঁয়া?আর সেই পুরনো গোলাপ টা?সেটা যেন কোন বই তে রেখেছিলাম?তার গন্ধই বুঝি ভেসে আসে আজ... আবার..
তার-ই কোনটার ১৮-১৯ পাতার ভাঁজে
লোকানো গোপন চিঠি টার কথা
আজ হঠাত মনে পড়ে যায়।
তাতে কি আজ আছে তোমার হাতের ছোঁয়া?আর সেই পুরনো গোলাপ টা?সেটা যেন কোন বই তে রেখেছিলাম?তার গন্ধই বুঝি ভেসে আসে আজ... আবার..
আবার বুঝি বসন্ত এলো।
এক অবাধ্য দখিনা হাওয়ায় এলোমেলো শাড়ির আঁচল।
জমানো অভিমান ধুলোর আস্তরণ মুছে ফেলে
বৃষ্টি হয়ে ঝরতে চায় আমার বুকে।
আমার সব একাকীত্ম, সব যন্ত্রনা ধুয়ে মুছে যায়।
যত দুরত্ব, যত কাছে না পাওয়া -
সব মিথ্যে হয়ে যায়..
থাকে শুধু পুনর্মিলনের আশ্বাস।
বুঝি এবার বসন্ত এলো !
No comments:
Post a Comment