Thursday, September 29, 2016

prem #6

#6

আমার একফালি বারান্দায়
বিকেল না ফুরোতেই 
ঝুপ করে সন্ধে নেমে এলো। 

তীব্র দাবদাহে ক্লান্ত পৃথিবী
বুঝি তাড়াতাড়ি ছুটি চায় আজ।
শুকনো ফুলের ঝরে যাওয়া প্রেম 

খুঁজে নিচ্ছে মাটির বুকের অসহায় আশ্রয়।
পুরনো বই এর মলাটে লেখা তোমার নাম -
জন্মদিনের উপহার...
আজও অমলিন।
যদিও মুখটা কেমন আবছা হয়ে গেছে।
জন্মদিনটাও মনে পরে না এখন।
তবুও এই অলীক মুহুর্তে -
যে স্বপ্ন এখনো দেখা হয়নি,তার-ই রং লাগে চোখে।
যে কথা গুলো না বলা-ই থেকে গেছিল,তার-ই শব্দ শোনা যায়
আমার নিঝুম ঘরের কোণে।
যে বৃষ্টি এখনো ঝরেনি,তার-ই ঘ্রাণ ভেসে আসে,কত ছবি এঁকে যায় !
ভালবাসার যে কোনো ঋতু নেই।

No comments:

Post a Comment