সে তো কবেকার কথা !
তুই বলেছিলি - "ভালবাসি" ।
তবে আজ কেন তোর মুঠোর উষ্ণতা
আমার আঙ্গুলের ডগা পেরিয়ে
হৃদয় ছারখার করে দেয়?আজও তোর চুম্বনের ওম -
আমার সারা শরীর জুড়ে।
ধিক ধিক করে জ্বলছে..
পুড়ছে... পোড়াচ্ছে...
হঠাত কেন তোকে আঁকড়ে ধরার ইচ্ছেগুলো
অবশ করে আমায়?তোর তাচ্ছিল্যের অতলান্তিক অন্ধকারে
আমার অভিমান তো কবেই হারিয়ে গেছে,আজ হাতড়ালে তো শুধুই কান্না।
স্মৃতির সমুদ্র মন্থনে ভালবাসা কই?ওঠে তো শুধুই অবহেলার বিষ !
তবে কেন?
হৃদয় ছারখার করে দেয়?আজও তোর চুম্বনের ওম -
আমার সারা শরীর জুড়ে।
ধিক ধিক করে জ্বলছে..
পুড়ছে... পোড়াচ্ছে...
হঠাত কেন তোকে আঁকড়ে ধরার ইচ্ছেগুলো
অবশ করে আমায়?তোর তাচ্ছিল্যের অতলান্তিক অন্ধকারে
আমার অভিমান তো কবেই হারিয়ে গেছে,আজ হাতড়ালে তো শুধুই কান্না।
স্মৃতির সমুদ্র মন্থনে ভালবাসা কই?ওঠে তো শুধুই অবহেলার বিষ !
তবে কেন?
সে যে কবেকার কথা !
যেদিন বলেছিলি - "ভালবাসি" ।
কিন্তু আমার প্রেম ওই মরে যাওয়া তারাদের মত -
আলো আজও নেভেনি..
কোটি কোটি বছরেরও পর।
No comments:
Post a Comment