আবার সেই একঘেঁয়ে শীত।
ধুসর মনখারাপের চাদর মোড়া
এক জবুথবু বুড়ির মত।
সকাল থেকে আমার বারান্দার কোণের
তুলসী গাছের শুকনো পাতা গুলো
খুব কাঁদলো।
সারা রাত শিশির দের আঁকড়ে ধরে
কষ্ট পেয়েছে বুঝি।
তুলসী গাছের শুকনো পাতা গুলো
খুব কাঁদলো।
সারা রাত শিশির দের আঁকড়ে ধরে
কষ্ট পেয়েছে বুঝি।
ভালবাসা তো এভাবেই কষ্ট দেয় !!
নাকি তার দুঃখ পাশের টবে গোলাপের কুঁড়ি টাকে দেখে?
সীমান্তিনীর কপালের সিঁদুরের টিপ
কোনো এক হতভাগিনীর বুকে
যেমন এঁকে যায় দগদগে গভীর ক্ষত?
গোলাপের প্রতিটা পাপড়ির আছে নিজস্ব গন্ধ,
নিজের রং - - নিজের শীত ----
কি জানি? কিছু গোপন দু:খ-ও আছে কি?
গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে,
ওরা একে অন্যের মনখারাপ ভাগ করে নেয়,
চুপ চাপ .... ফিস ফাস ....
আমি তখন একলা জেগে কান পাতি।
আমার নি:সঙ্গতার যে কোনো দোসর নেই....
No comments:
Post a Comment