Wednesday, January 17, 2018

Prem # 15

আবার যদি গোলাপ ফোটায় শীত,
বাষ্পে ভেজা চানঘরের আরশিতে
আলতো আঙুলের ছোঁয়া
যদি ফিরিয়ে আনে তোর মুখ, 
ঠিক আমার কাঁধের পাশে, 
তবে আঁকড়ে রাখতাম, 
গোপন ডাকনামের আদরে, 
চেনা সর্বনামের আন্তরিকতায় 
বেঁধে রাখতাম তোকে - 
আজন্মের তরে।  

যদি কোনো এক অলীক সন্ধ্যায়, 
অবহেলায় ফেলে রাখা মুঠোফোনখানা
বেজে ওঠে হঠাৎ, 
পর্দায় তোর নাম নিয়ে, 
সব অভিমানের কুয়াশা মুছে যেত।  
ঝাপসা শার্সির ওপারে
স্ট্রিটলাইটের আলোয় ধোয়া বিভ্রান্ত রাস্তা 
আবার দিশা খুঁজে পেতো
কোলাহল থেকে নির্জনতার দিকে।  
যেখানে শুধু তুই আর আমি - 
আর আমাদের মাঝে বেঁচে থাকা 
চির প্রেমের রেশটুকু।  

কিন্তু না...
স্বপ্ন সত্যি হয় না।  
তাই শীত হয়ে থাকে কেবলই
পাতা ঝরার ঋতু।  
আর আমি - 
নি:স্ব, রিক্ত, আজন্ম বিরহ-যৌতুকের ভাগীদার। 

No comments:

Post a Comment