#1
আর একদিন তুই আয় আমার কাছে।
ঝড়ের মতো -
উড়িয়ে নিয়ে যা আমার গুছিয়ে রাখা সংযম।
সেদিন তোর প্রিয় নীল শাড়িটা পরবো,
আলুথালু হাওয়ায় এলোমেলো আঁচল
তোকেও দিশাহারা করবে কি?
এক কুঁচি মুক্তো নিজের হাতে
আমার কানে পরিয়ে দিস সেদিন।
তোর শার্ট এর খোলা দুটো বোতামের
দমকা বিহ্বলতা -
আর একবার আচ্ছন্ন করুক আমায়।
বাঁধভাঙা বন্যা সবই তো ভাসিয়ে নিয়ে যাবে !
কাজল সেদিন পরবো না তাই আর।
কাজল সেদিন পরবো না তাই আর।
শুধু একবার তোর হাতটা
সেদিন ছুঁয়ে দিস আমার হাতে ।
যে হাতের রেখা থেকে
অনেক আগেই মুছে গেছে
তোর নাম !
তোর নাম !
No comments:
Post a Comment