Tuesday, September 27, 2016

prem #4

#4

আজ কত বছর হয়ে গেল
আমাদের দেখা হয়নি।
তবুও আশ্চর্যজনক ভাবে
তোর উপস্থিতি ঘিরে রাখে আমাকে....
আমার সব না পাওয়ায়সব যন্ত্রনায়।
প্রেম কি কখনো পুরনো হতে পারে?
হরপ্পার ইতিহাস প্রাচীন থেকে প্রাচীনতর হয়ে যায়,
কিনতু আমি তো তোকে খুঁজে আনতে পারি
মিশরের পিরামিড-এর অন্ধকার থেকেও ।
অথবা নীল নদের উপত্যকার
প্রথম গম এর বীজ-
সেটাও খুঁজে আনতে পারি -
যদি বলিসতুই আর একবার...
অন্তত আর একটি বারের জন্যে হেসে তাকাবি।
দেখবি তখন আমার দু'চোখ জুড়ে
মহাসমুদ্রের উচ্ছাস।
হয়ত আরো এক সুনামি আসবে আবার,
ঢেউ এর দাপটে ছারখার দুজনেই।
আরো একবার ভেসে যাবে পৃথিবীর কোনো এক
আদিম সভ্যতার নিদর্শন।

আমাদের দেখা হয়না আজ বহুদিন হল,
প্রেমের ইতিহাস তো তবুও পুরনো হয়না !

No comments:

Post a Comment